বিদায়বেলায় আবেগে ভাসলেন ‘রাঙা বউ’
শ্রুতির আবেগঘন বক্তব্য, 'ধন্যবাদ আমার দর্শকমণ্ডলীর সেই সমস্ত শ্রদ্ধাশীল মানুষদের যাদের ভরসা এবং বিশ্বাস রেখে আমি শ্রুতি থেকে পাখি হয়ে উঠেছি গত ৩৬২ দিন ধরে (আরও এক সপ্তাহ আপনাদের ঘরে ঘরে রাজ করব) রাত সাড়ে আটটায়।'

শেষ হয়ে যাচ্ছে জি বাংলার রাঙা বউ। শেষবারের মতো শুটিং যাওয়ার আগে আবেগঘন হয়ে পড়লেন তিনি। সম্প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর। শুটিং শেষ হচ্ছে ৯ ডিসেম্বরই। ফলে মন খারাপ রাঙা বউ ওরফে শ্রুতি দাসের (Shruti Das)। আর তাঁর মনের সেই অবস্থার কথাই উঠে এল ইনস্টাগ্রামের (Instagram) পোস্টে। এদিন রাঙা বউ থেকে শুরু করে নিজের কেরিয়ারের বিষয়ে একটি লম্বা পোস্ট করেন শ্রুতি।
শুক্রবার শ্রুতি তাঁর ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে রাঙা বউ ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ের কল টাইম নিয়ে ‘টুটু বসু’ নামক এক ব্যক্তির সঙ্গে ‘চ্যাট’ করেন অভিনেত্রী। আর তাতেই রয়েছে বিষাদভরা কথা। এই পোস্টের সঙ্গে একটি লম্বা ক্যাপশনও লেখেন শ্রুতি।
View this post on Instagram
তিনি এদিন রাঙা বউ এবং নিজের কেরিয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে লেখেন, ‘হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। নিশ্চয়ই প্রথম উদাহরণটা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো রাঙা বউ টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।’
শ্রুতির আবেগঘন বক্তব্য, ‘ধন্যবাদ আমার দর্শকমণ্ডলীর সেই সমস্ত শ্রদ্ধাশীল মানুষদের যাদের ভরসা এবং বিশ্বাস রেখে আমি শ্রুতি থেকে পাখি হয়ে উঠেছি গত ৩৬২ দিন ধরে (আরও এক সপ্তাহ আপনাদের ঘরে ঘরে রাজ করব) রাত সাড়ে আটটায়।’
৩০০টি পর্ব ছুঁতে না ছুঁতেই পথ চলা বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’ এর (Ranga Bou)। অভিনয়ে মুখ্য চরিত্রে ছিলেন
শ্রুতি দাস (Shruti Das) এবং গৌরব রায়চৌধুরী (Gourav RoyChowdhury)। শেষ তাঁদের এই সিরিয়ালে একসঙ্গে দেখা যাবে ১৬ ডিসেম্বর। তার বদলে দর্শকদের নতুন সিরিয়াল উপহার দিতে চলেছে চ্যানেল। এই ধারাবাহিকের বদলে ১৮ ডিসেম্বর (সোমবার) থেকে রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রণজয় বিষ্ণু (Ranajoy Bishnu) অভিনীত ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesheche)।