প্রতিভাও নেই, প্রতিযোগিতাও নেই! বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একেবারে অর্থহীন : কুমার শানু

মন্টি শীল, কলকাতা : বিতর্কে, বিনোদন জগতের সঙ্গে এই নামটি অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে। সাধারণত বিতর্ক বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে, যেমন কোনও জনপ্রিয় তারকার বিতর্কিত মন্তব্য, কোনও বিতর্কিত দৃশ্য অথবা কোনও ঘটনা। তবে এইবার টলিউড সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করলেন খোদ জনপ্রিয় গায়ক কুমার শানু (Kumar Sanu)। সম্প্রতি বিনোদন জগতের একাংশ জুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রিয়ালিটি শো। আর এই জনপ্রিয় শো-এর নির্মাতারা এগুলিকে আরও বেশি করে জনপ্রিয় করে তুলতে বিশেষ মনোযোগ দিচ্ছেন।
কিন্তু এই জনপ্রিয়তার দৌড়ে এগোতে গিয়ে মান হারাচ্ছে এই শো গুলি। কুমার শানুর বক্তব্য, ‘তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রিয়ালিটি শো-তে আমন্ত্রণ পান। তিনি সেখানে যানও। কিন্তু তাদের সময় নবাগত শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা দেখা যেত। তার ধীরে ধীরে অবলুপ্তি ঘটছে। এই শো গুলি সাধারণত হয়ে উঠেছে উপহার কেন্দ্রিক। যে যত ভালো উপহার দিতে সক্ষম হচ্ছে সেই শো তত বেশী করে জনপ্রিয় হয়ে উঠছে’। যা দেখে তিনি রীতিমতো বেদনাহত।
তবে কুমার শানু এখানেই থেমে থাকেনি। জনপ্রিয় এই গায়ক তীব্র কটূক্তির সুরে বিঁধেছেন টলিউডের বাংলা সিনেমাকেও (Tollywood)। তার মতে, ‘একটা সময় তিনি বাংলা সিনেমা দেখতেন, পছন্দও করতেন। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি একেবারেই পছন্দ করেন না। কারণ কিছু কিছু সিনেমাকে বাদ দিলে এই বাংলা সিনেমা একেবারে অর্থহীন হয়ে উঠেছে। এখনকার না বাংলা সিনেমার গল্পে কোনও অর্থ রয়েছে না অভিনেতাদের মধ্যে’। টলিউড সম্পর্কে এইরকম মন্তব্য শোনার পর রীতিমতো শোরগোল পড়ে বিনোদন জগতে।
তবে কি শুধুই টলিউড প্রসঙ্গে মন্তব্য করেছেন এই কিংবদন্তি গায়ক। একেবারেই নয়, এইদিন কুমার শানু বলিউডের (Bollywood) প্রসঙ্গেও একাধিক মন্তব্য করেছেন। তার মতে, ‘তিনি এখনো পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কিন্তু কোনও প্রতিভাকে আটকে রাখেনি।’ তিনি বলেছেন, ‘গান হল এক প্রকারের শিথিল থেরাপি। শুধুমাত্র মঞ্চে উঠে গানের তালে নাচলেই হয়না, তাকে অনুভব করতে হয়। যা আজকের দিনে বিরল।’ বিনোদনের জগতের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর বিষ্ফোরক মন্তব্যের পর কোনও প্রভাব পড়বে কি না জানা নেই। কিন্তু এর জের নেট দুনিয়াতে আলোচনা জোর কদমে শুরু হয়েছে তা বলাই যায়।