Paka Dekha – লাভ ম্যারেজের যুগে ‘পাকা দেখা’ কনফার্ম! শীঘ্রই দর্শকরা দেখতে পাবেন সোহম-সুস্মিতার জুটি

Neha Chakrabarty, Kolkata– অফিস (Office) পাড়ায় আলাপ হয় জয়ের সঙ্গে তিয়াশার। জয় ব্যাঙ্ক (Bank) কর্মচারী দৈনন্দিন জীবন তার ঘড়ির কাঁটায় বাঁধা। আবার অন্যদিকে আই টি সেক্টরে (IT Sector) কর্মরত তিয়াশা। গোলমেলে জীবন, প্রচণ্ড কাজের চাপে সময় মতো কোনও কিছুই করা হয়না তার। তিয়াশার বাবা জয়কে তার জামাই করতে চায়। আর তারপরই ‘পাকা দেখা’ (Paka Dekha)। তাহলে পাকা দেখা কার? “সোহম- সুস্মিতা”র নাকি “জয়- তিয়াশা”র?
সোহম চক্রবর্তী (Soham Chakraborty) খুবই জনপ্রিয় মুখ টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে। ছোটতেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি , তাই অভিনয়ের খুঁটি পাকাপাকি ভাবে মজবুত করেই ফেলেছেন বহুদিন আগেই। অন্যদিকে সুস্মিতা চট্টোপাধ্যায় ২০২০তে জনপ্রিয় হয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায় দ্বারা পরিচালিত “প্রেম-টেম” (Prem Teme) সিনেমায়। সেখানে ‘রাজি’ এর ভূমিকায় দেখা গেছে সুস্মিতাকে। প্রচুর ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই সিনেমার মাধ্যমে। এবার এদেরকে নিয়েই মাঠে নামতে চান পরিচালক (Director) প্রেমেন্দু বিকাশ চাকী। নতুন ছবি “পাকা দেখার” লুক টেস্ট হয়েছে। যেখানে সোহম চক্রবর্তী এবং সুস্মিতা চট্টোপাধ্যায়কে (Susmita Chatterjee) মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানা যাচ্ছে।
এতদিন ধরে অভিনয় জগতে থাকা সোহম আর সবেমাত্র টলিউডে পা রাখা সুস্মিতার একসাথে স্ক্রিনিং কেমন হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে । তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি কি দর্শকদের মন ছোঁবে “দেব – কোয়েল” বা “নুসরত – অঙ্কুশের মতন”!? তবে টলি ইন্ডাস্ট্রি যে এক নতুন জুটিকে পেতে চলেছে সে নিয়ে সন্দেহ নেই। আপাতত ছবির ফার্স্ট লুকের পর সিনেমার শুটিংয়ের বিলম্ব করেননি পরিচালক প্রেমেন্দু বিকাশ। ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন শুটিংয়ের তোড়জোড়।
ছবির গল্পটা খানিক এরকম, অফিস পাড়ায় আলাপ হয় জয়ের সঙ্গে তিয়াশার। জয় ব্যাঙ্ক কর্মচারী দৈনন্দিন জীবন তার ঘড়ির কাঁটায় বাঁধা। আবার অন্যদিকে আই টি সেক্টরে কর্মরত তিয়াশা। গোলমেলে জীবন, প্রচণ্ড কাজের চাপে সময় মতো কোনও কিছুই করা হয়না তার।তিয়াশার বাবা জয় কে তার জামাই করতে চায় ,সেই সূত্রে তাদের ‘পাকা দেখাকে’ কেন্দ্র করে মূল গল্প এগোয়। জয়ের চরিত্রে দেখা যাবে সোহমকে এবং অপরদিকে তিয়াশার চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা।
ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। এছাড়াও অন্যান্য চরিত্রে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্য়ায়, সুমন্ত মুখোপাধ্যায় সহ আরও অনেকে অভিনয় করছেন। ইতিমধ্যেই ছবির মহরৎ হলো সোহমের অফিসেই । শুরু হয়ে গিয়েছে শুটিং। দর্শকরা অনেক আশা নিয়ে আছেন নতুন জুটিকে দেখবে বলে , সেই আশা কতটা রাখবে অথবা আশাহত হবেন দর্শক তা সম্পূর্ণ ‘ পাকা দেখার ‘ হাতেই রয়েছে।