অর্ধ খোলা শরীর, গায়ে নেই ব্লাউজ! খড়ির বোল্ড লুক উষ্ণতা ছড়াচ্ছে নেট পাড়ায়

প্রত্যুষা সরকার, কলকাতা: দিন শেষে টিভির পর্দায় যেন নতুন এক পরিবার বাড়ির মেয়েদের কাছে। সন্ধ্যা থেকে একের পর এক সিরিয়াল চলতে থাকে তাঁদের পছন্দমতো। প্রতিটা পরিবারই যেন তাঁদের নিজের পরিবার। বড়ো পর্দা থেকে ছোটো পর্দার সাথে যেহেতু বেশি যুক্ত থাকে সকলে তাই ছোটপর্দার চরিত্রগুলো দর্শকদের কাছে খুবি আপন হয়ে যায়। অনেক সময়ই তাঁরা ভুলে যান রিল আর রিয়েলের পার্থক্য ( Solanki Roy )। রিল লাইফের বাইরেও যে তাঁদের নিজেস্ব একটি জীবন আছে সেটাও ভুলে যান তাঁরা। আর তার জন্য কখনও কখনও অপমানিত হতে হয় তাঁদেরই প্রিয় অভিনেতা অভিনেত্রীদের।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘গাঁটছড়া’ ধারাবাহিকের খড়ি ( Solanki Roy )। এই সিরিয়ালে খড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা যায় শোলাঙ্কি রায়কে। আর আগের একটি ধারাবাহিক ‘ইচ্ছেনদী’র মেঘলাকে খড়ি হিসাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। কিন্তু রিল লাইফ হোক বা রিয়েল লাইফ একটু এদিক থেকে ওদিক হলেই সোশ্যাল মিডিয়ায় বার বার কটাক্ষে শিকারও হতে হয় শোলাঙ্কিকে।

img 20220620 184901

সম্প্রতি ইনস্টাগ্রামে শোলাঙ্কির একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে নানা আলচনা। তাঁর ইনস্টাগ্রাম থেকে একদম ভিন্ন সাজের একটি ছবি পোস্ট করেছেন শোলাঙ্কি ( Solanki Roy )। যা রুচিতে বেঁধেছে এক শ্রেণির নেটিজেনদের। প্রথম থেকেই বেশিরভাগই সালোয়ার কামিজ এবং শাড়িতেই খড়ি কে দেখেছেন তাঁর ভক্তরা। এবার তাঁর এমন পোস্টের জেরে শোলাঙ্কির কমেন্ট বক্সে উপচে পড়ছে নেতিবাচক মন্তব্য।

img 20220620 184819

সম্প্রতি এক ফটোশ্যুটের ছবি ইনস্টায় পোস্ট করেছেন শোলাঙ্কি। সেখানে লাল-সাদা শাড়িতে ধরা দিয়েছেন নায়িকা, পরনে নেই ব্লাউজ। খোলা চুল দিয়ে ঝরে পড়ছে জল। শরীরে নেই কোনও অলঙ্কার। মেক-আপও নেই বললেই চলে। শুধু কাজল দেওয়া কালো চোখে উপরের দিকে তাকিয়ে রয়েছেন শোলাঙ্কি। ছবির মধ্যে জড়িয়ে আছে মায়াবী স্নিগ্ধতা। ছবির ক্যাপশনে শোলাঙ্কি ( Solanki Roy ) লিখেছেন, ‘আজকেই যেন শ্রাবণ করেছে পণ,শোধ করে দেবে বৈশাখী সব ঋণ।’

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)


এই ছবির কমেন্ট বক্সেই একজন লিখেছেন, ‘ভেবেছিলাম তুমি সবার চেয়ে আলাদা, কিন্তু সেই একই হয়ে গেলে’। অপর একজন লেখেন, ‘তুমি দিন দিন খোলামেলা হয়ে যাচ্ছো, ভালো লাগে না’। তবে অনেকেই কিন্তু শোলাঙ্কির এই সাজ দেখে মুগ্ধ। তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। ট্রোলিং নিয়ে এখনও মুখ খোলেননি শোলাঙ্কি ( Solanki Roy ) নিজে।




Leave a Reply

Back to top button