শুধু পল্লবী দে-ই নয়, সিনে-জগতের এমন চার অভিনেত্রী যাদের মৃত্যুর আজও মেলেনি উত্তর

মন্টি শীল, কলকাতা : বিনোদন জগৎ মানে সাধারণত মানুষ যা বোঝে, সেটা হল এক আলোকোজ্জ্বল দুনিয়া। যার মধ্যে শুধু মাত্র আনন্দ আর আনন্দ। দুঃখের কোনও স্থান নেই এই দুনিয়াতে। স্বাভাবিক ভাবেই এই ধারণার উৎপত্তি হয় বড় পর্দায় তাদের প্রিয় তারকাদের দেখে। কিন্তু একটা সময় গিয়ে হয়তো আমরাও ভুলে যাই যে তারাও মানুষ। তাদেরও নিজস্ব অনুভূতি বলে কিছু রয়েছে।

তারা হাজারো প্রতিকূলতাকে জয় করে দর্শকদের সামনে আসেন কেবল তাদের মন জয় করতে। কিন্তু আপনারা জানেন কি? এই জাগজমক পূর্ণ দুনিয়াতেও এক অন্ধকার জগত রয়েছে। বিনোদন জগতের এমন কিছু অভিনেত্রী রয়েছেন যাদের মৃত্যু ঘটেছে কিছু অস্বাভাবিক কারণে। আসুন একনজরে দেখেনিন সেই অভিনেত্রীদের যাদের মৃত্যু ঘটেছে অস্বাভাবিক ভাবে,

• পল্লবী দে

17c62
টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বাংলা টেলিভিশন জগতের এক পরিচিত মুখ। অভিনেত্রীকে একাধিক বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। তার অভিনিত ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘মন মানে না’। সম্প্রতি এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তার আবাসনের ঘর থেকে। পুলিশ আত্মহত্যা বললেও পরিবারের তরফে এই ঘটনাকে খুন বলে দাবি করা হয়েছে। যদিও এই বিষয়টি এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ্য।

আরও পড়ুন ….মুখটা যেন সেদ্ধ ডিমের মতো! স্টার কিডদের নিয়ে করা কঙ্গনার বেফাঁস মন্তব্যে তোলপার নেটপাড়া
আরও পড়ুন ….পল্লবীর সাথে সম্পর্ক থাকাকালীন পরকীয়ায় মেতেছিল সাগ্নিক! এক রাত কাটিয়ে ছিল ঐন্দ্রিলার সাথে

• শ্রীদেবী

17c63
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক এবং অনন্য অভিনেত্রীদের মধ্যে একজন শ্রীদেবী। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ২০১৮ সালে প্রয়াত হন। জানা গিয়েছে, এই অভিনেত্রী এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুবাইয়ে গিয়েছিলেন। দুবাইয়ের সেই হোটেলের বাথরুম থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এই অভিনেত্রীকে। পুলিশ এই মৃত্যুকে দুর্ঘটনা জন্য দায়ী করলেও আজ পর্যন্ত সেই মৃত্যুর আসল রহস্য জানা যায়নি।

• পারভিন ববি

17c65
আশি এবং নব্বইয়ের দশকের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন এই অভিনেত্রী। তার সৌন্দর্যে রীতিমতো মাত খেত বলিউডের অনুরাগী মহল থেকে বলিউডের তাবড় তাবড় তারকারা। গত ২০০৫ সালে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে তার নিজ বাড়ির থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও এই অভিনেত্রীর মৃত্যু কীভাবে ঘটল তা আজ পর্যন্ত সারা দুনিয়ার কাছে অজানা।

আরও পড়ুন ….দিদি নম্বর ১-এর মঞ্চে সাগ্নিকের গল্প প্রকাশ পল্লবীর, তারপরই মৃত্যুকে আপন করল অভিনেত্রী

• দিব্যা ভারতী

17c64
নব্বইয়ের দশকের আরও এক জনপ্রিয় অভিনেত্রীর নাম হল দিব্যা ভারতী। অভিনেত্রীর সৌন্দর্যে রীতিমতো চোখ কপালে উঠত বলিউডের পরিচালক থেকে তারকাদের। দিনটা ছিল ১৯৯৩ সালের 5ই এপ্রিল, হঠাৎ সংবাদ মাধ্যমে প্রচারিত হল তিনি প্রয়াত হয়েছেন। জানা গিয়েছিল, নিজের বাড়ির বারান্দা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। যদিও এই ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা আজও দুনিয়ার কাছে অজানা।

• জিয়া খান

17c66
অভিনেত্রী জিয়া খান একাধিক ভারতীয় সিনেমা করলেও তার প্রধান পরিচিতি ছিল একজন বিদেশি অভিনেত্রী হিসেবে। এই অভিনেত্রী বলিউড বিগ-বি অমিতাভ বচ্চন এর বিপরীতে ‘নিশদ্ব’ সিনেমা থেকে বলিউডে প্রবেশ করেছিলেন। গত ২০১৩ সালে এই অভিনেত্রীকে মুম্বাইয়ের নিজের আবাসনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তের পর এই হত্যা কান্ডে নাম জড়িয়েছিল বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলির। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে গিয়েছে।




Leave a Reply

Back to top button