ঠিক যেন মাধুরী! এক দো তিন গানে কোমর দুলিয়ে দাদাগিরির মঞ্চ কাঁপালো মিঠাই রাণী

মন্টি শীল, কলকাতা : ইদানিং কালে বাংলা তথা বাঙালি দর্শকদের মনে এক অভাবনীয় উচ্ছাস চোখে পড়েছে। আর তার অন্যতম কারণ হল টলিউড অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। যা রীতিমতো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আর সম্প্রতি এই জনপ্রিয়তার শ্রোতে গা ভাসিয়েছেন টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত একাধিক রিয়ালিটি শো (Reality show)। যার মধ্যে একটি অন্যতম হল নাম হল দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ (Dadagiri unlimited season 9)। যা ইতিমধ্যেই দর্শকদের মনে বিপুল সাড়া ফেলেছে।

শিক্ষামূলক এই শো সপ্তাহের শেষ দুদিন বাংলার প্রায় প্রতিটা ঘরেই উপভোগ করা হয়। কিন্তু ইদানিং কিছু দিন ধরে এই জনপ্রিয় শোকে কেন্দ্র করে দর্শক মহলের মধ্যে এক বিষন্নতা তৈরি হয়েছে। কারণ আগামী ৫ ই জুন রবিবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে চলেছে সঞ্চালক সৌরভ গাঙ্গুলী (Sourav ganguly)-র একমাত্র রিয়ালিটি শো দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ (Dadagiri unlimited season 9) এর গ্রান্ড ফিনালে। যার এক ঝলক ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত করা হয়ে গিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ভিষন রকম ভাইরাল হয়েছে এই শো এর প্রোমো।

3c42

সেখানে দেখা গিয়েছে টেলিভিশন জগতের একাধিক জনপ্রিয় তারকারা মঞ্চে উপস্থিত রয়েছেন। মঞ্চে রয়েছে অসাধারণ নাচের সঙ্গে সঙ্গে গান এবং কমেডিও। তবে দর্শকদের সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের উর্মি এবং ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু-র (Soumitrisha kundu) এর আসাধারণ নাচের (Dance) পারফর্মেন্স। যার এক ছোট্ট নিদর্শন ইতিমধ্যেই সোস্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha kundu) বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri dixit) এর গান ‘এক দো তিন’-এ এক অসাধারণ পারর্ফমেনস করলেন। অভিনেত্রীর নাচ দেখে রীতিমতো মুগ্ধ নেট দুনিয়ার সকলেই। অভিনেত্রীর এই প্রদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে একাধিক কমেন্ট এসেছে সৌমিতৃষাকে উদ্দেশ্য করে। অনেকেই প্রসংশার সুরে বলেছেন, সৌমিতৃষা ভালো অভিনয় করে জানতাম, কিন্তু এত ভালো নাচ করতেন তা আগে জানা ছিল না। এছাড়াও একাধিক কমেন্ট এসেছে অভিনেত্রীকে কেন্দ্র করে। যা দেখে বোঝা যাচ্ছে, দাদাগিরি শেষ হয়ে যাওয়ার এক বিষন্নতা দর্শকদের মনে থাকলেও, অভিনেত্রীর এই অসাধারণ পারফর্মেন্সে তা ক্ষীণ হয়ে গিয়েছে।




Leave a Reply

Back to top button