শ্রাবন্তীর পরিবারে এলো নতুন সদস্য, খুশির আনন্দে ভেসে পরিচয় করিয়ে দিলেন খোদ অভিনেত্রী নিজেই

রাখী পোদ্দার, কলকাতা : নায়ক নায়িকাদের জীবন নিয়ে বিতর্কের যেন অন্ত নেই। তেমনই এক অভিনেত্রী হলেন টলিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee)। তিনটে বিয়ে, এবং বিবাহ বিচ্ছেদ ঘিরে একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে। শুধু বাস্তব জীবনের জন্যই নয় নতুন সিনেমার জন্যও সর্বদাই শিরোনামে দেখতে পাওয়া যায় এই অভিনেত্রীর নাম। সম্প্রতি অভিনেত্রীর পরিবারে এলো এক নতুন সদস্য। এক গাল হাসিতে নতুন সদস্যকে বাড়ি নিয়ে আসলেন শ্রাবন্তী। শুধু এখানেই শেষ নয় নতুন সদস্যের আগমনে কেক কেটে উদযাপনও করলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। শনিবার রাতে তাঁর ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিবারের নতুন সদস্যের।
নতুন ছবি মুক্তির আগেই এই নতুন সদস্যকে নিয়ে হাজির হলেন শ্রাবন্তী ( Srabanti Chatterjee)। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন কে এই সদস্য? আসলে শ্রাবন্তীর পরিবারের এই নতুন সদস্যটি হল শ্রাবন্তীর নতুন গাড়ি। হ্যাঁ ঠিকই শুনেছেন। সিলভার রঙের ভলভো ( Volvo) গাড়ি কিনেছেন শ্রাবন্তী। যেই গাড়ির দাম শুনলে চমকে উঠবেন আপনিও। বেশ মোটা অঙ্কের টাকা খরচ করেছেন অভিনেত্রী এই গাড়ির পিছনে। ৫-৬ লাখ নয়, এই গাড়ির দাম হল ৬৫ লাখ ৯০ হাজার টাকা। কি শুনে খানিকটা অবাক হলেন তাই তো?
আরও পড়ুন : এ যেনো সেই একই লাস্যময়ী অবতার ! দেবশ্রী গাওয়া ‘আর কত রাত এক থাকবো’ উস্কে দিল বাঙালির স্মৃতি
View this post on Instagram
এদিন হলুদ রঙের ওয়ানপিসে পরে শোরুমে হাজির হয়েছিলেন অভিনেত্রী। গাড়ির বনেটের সামনে পোজ দিয়ে কটা ছবিও তোলেন অভিনেত্রী। কখনও ড্রাইভারের সিটে বসে ছবি তুলতে কখনও আবার শোরুমের ভিতেরে হাসিমুখে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে। সেই আনন্দ মাখা মুহূর্তগুলির ছবি তিনি শেয়ার করে নেন তাঁর ভক্তদের সঙ্গেও। আর তার সাথে ছবির ক্যাপশনে লেখেন, ‘ওয়েলকাম টু দ্য ফামিলি’। তাঁর এই খুশির খবরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁর বন্ধু বান্ধব ও সহকর্মীরা। এমনকি ‘বং ক্রাশ’ মদন মিত্রও (Madan Mitra) শ্রাবন্তীর ছবিতে কমেন্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তার প্রত্যুত্তরে শ্রাবন্তীও ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।
আরও পড়ুন : দম্ভেই নাকি সিগারেট ধড়িয়ে ফেলেন, বেড়িয়ে আসল শাহরুকের বদাভ্যাসের গল্প

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র দলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর বিপক্ষে ছিলেন, তৃণমূলের হেভি ওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কাছে প্রায় ৫০ হাজারের মতো ভোটে পরাজিত হয়েছিলেন শ্রাবন্তী। তারপর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছেন অভিনেত্রী। আগামী ২৭শে মে মুক্তি পেতে চলেছে অভিনেতা ওম সাহানি ( Om Sahani) এবং শ্রাবন্তী অভিনীত হরর থ্রিলার সিনেমা ‘ভয় পেও না’ ( Voy Peyo Na)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিনেমার ট্রেলার। যা দেখে বেশ উত্তেজিত ভক্তগণ। এখন শুধু অপেক্ষা এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার।