হাঁটুর বয়সী নায়কের সঙ্গে রোম্যান্স! শ্রাবন্তী বললেন ‘ভয় পেও না’…
শীতে কাঁপতে কাঁপতে বা ভয় পেতে পেতেই জমলো কেমিস্ট্রি

রূপোলি পর্দায় জুটি বেঁধেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) এবং অভিনেতা ওম সাহানি (Om Sahani)। বাঙালির ভূতের গল্পে অরুচি নেই। আর সেই দিকটিকে বিবেচনা করেই
শুভজিৎ মন্ডলের প্রযোজনা এবং বিগ স্ক্রিন প্রোডাকশনের ব্যানারে প্রকাশ পায় ‘ভয় পেও না’।
এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে শ্রাবন্তী চ্যাটার্জি-ওম সাহানিকে। এর আগে জুটি না বাঁধলেও ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে। পর্দায় হাঁটুর বয়সী অভিনেতা ‘ওমের’ সঙ্গে অভিনয়ে কোনোও খামতি রাখেননি শ্রাবন্তী। বরং বেশ নজর কেড়েছেন দুজনে।
‘ভয় পেও না’ ছবিটি একটি হরর থ্রিলার। যেখানে এক দম্পতি ভূতের ভয়ে তটস্থ হয়ে উঠেছেন। কারণ তাঁদের সঙ্গে একের পর এক ঘটতে থাকে ভৌতিক কর্মকান্ড। ভূতের ছবিতে যেমন দেখা যায়, ঘুমের ঘোরে পা টানা কিংবা গলা টিপে ধরা সবই ক্ষণে ক্ষণে দেখা যায়। আবার মাঝেমধ্যেই ছায়ার আনাগোনায় ভয়ে চমকে ওঠেন দম্পতি। আর এভাবেই এগোতে থাকে গল্প। সবশেষে প্রকাশ্যে আসে এমন কিছু রহস্য যা গোটা ঘটনার মানে বদলে দেয়। কি সেই ঘটনা? জানতে হলে দেখতে হবে ‘ভয় পেও না’। গা ছমছমে পরিবেশ ও টানটান উত্তেজনায় বাঁধা ‘ভয় পেও না’ বেশ উপভোগ করেছেন দর্শক।
শুধু ভূত কিংবা রহস্যই নয় এই মুভিতে রয়েছে ভরপুর রোম্যান্স। দম্পতির ভূমিকায় অভিনয় করলেও অভিনেতা ওম বয়সে বেশ ছোট শ্রাবন্তীর চেয়ে। তবে অনস্ক্রিন কেমিস্ট্রিতে রীতিমতো নজর কেড়েছেন দুজনেই। বরফের মধ্যে শীতে জমতে থাকা দুজনের রোম্যান্স বেশ মনে ধরেছে দর্শকদের। যে কোনোও নায়কের সঙ্গেই রসায়ন তৈরিতে শ্রাবন্তীর জুড়ি মেলা ভার। ছবিতে থাকা ‘বলে দে’ গানটিতে হালকা গোলাপি শিফনের শাড়িতে আরও মোহময়ী অভিনেত্রী হয়েছেন অভিনেত্রী। সবমিলিয়ে দর্শকদের মনে ধরেছে শ্রাবন্তী-ওমের ‘ভয় পেয়ো না’।