কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে ছবি পোস্ট, ‘কোন ইন্ডাস্ট্রিতে পা বাড়ালেন শ্রাবন্তী?’ প্রশ্ন নেটিজেনদের

সবাই জানেন টলিউডের সবথেকে জনপ্রিয় আর বহুল বিতর্কিত নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। তাঁকে নায়িকা খুব কম বয়স থেকে বলা যায়। অভিনয়ের প্রথম দিক থেকে তিনি শিশুশিল্পী হিসেবেই পরিচিত। তাই তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে বারংবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ হতে হয়েছে তাঁকে।
উল্লেখ্য নায়িকা বরাবর শ্রাবন্তী চ্যাটার্জি প্রেম এবং বিয়ে এই বিষয়গুলো নিয়ে থেকেছেন আলোচনার তুঙ্গে। আর তার আরেকটি কারণ হলো তার জীবনে ঘটে চলা বিচ্ছেদ। তাঁর জীবনে বিয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে চলেছে প্রায় তিনবার। আর যেটা সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের সবথেকে আপত্তির বিষয়।
কেন বারবার বিয়ে হলেই ভেঙ্গে যায় সেই সংসার শ্রাবন্তীর। তা নিয়ে হয়েছে প্রচুর জলঘোলা, ঠাট্টা, তামাশা সাথে ট্রোল ও। কিন্তু কোনো কিছুতেই শ্রাবন্তী কান দেননি। তবে এবার একটু অন্যভাবে আলোচিত হচ্ছেন তিনি ।এই আলোচনা যদিও সম্পর্ক নিয়ে নয়। বরং ইনস্টাগ্রামে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করেই। কিন্তু সেই পোস্ট শ্রাবন্তী নিজে করেননি। তাহলে কে করলো এই পোস্ট!
বিশেষ ভাবে উল্লেখ্য ইদ্রিস ভার্গো নামের এক কৃ্ষ্ণাঙ্গ মডেল লন্ডনে শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে তিনি লেখেন যে এই প্রথম তাঁর বলিউড প্রোজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে…’। আর এই পোস্টের পরেই হুহু করে ভাইরাল নায়িকা সহ সেই পোস্ট। নেটিজেন সকলের একটাই প্রশ্ন তবে কি টলিউড ছেড়ে এবার বলিউডে এন্ট্রি নিচ্ছেন শ্রাবন্তী? মোটেই সেই নয়, এটা ইদ্রিস পুরোই ভুল করে লিখেছেন। সেই ভুল ধরিয়ে দিয়েছে নেটিজেনরা। বলিউড নয়, “টলিউড” হবে ওটা। কর এই ইদ্রিস! পরিচয় জানা যায় এই ব্যক্তি কিন্তু শুধু মডেল নয় সাথে পেশায় বক্সার ।