থ্রিলার প্রেমীদের জন্য ১৯শে অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’

৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার মন ছুঁয়েছে থ্রিলার প্রেমীদের। আবার একসঙ্গে আসতে চলেছেন প্রসেনজিত এবং সৃজিত।

শুভঙ্কর, কলকাতা: ফের পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির জুটি কাড়তে আসছে দর্শকদের মন। এবার থ্রিলার প্রেমীদের জন্য নতুন থ্রিলার সিনেমা উপহার দিতে চলেছে সৃজিত মুখার্জি। আর এক মাসেরও কম সময়ের মধ্যে বাংলার নামি হলগুলিতে আসতে চলেছে ‘দশম অবতার’। পুজোর ঠিক আগেই ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে এই রহস্য ও রোমাঞ্চ ভরা ছবি। সিনেমায় মুখ্য চরিত্র ইন্সপেক্টর প্রবীর রায় চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলা সিনেমার নক্ষত্র বুম্বা দা, অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি। এছাড়াও এই সিনেমায় ইন্সপেক্টর বিজয় পোদ্দারের ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন যীশু সেনগুপ্ত ও জয়া আহসান। সিনেমাটির পরিচালক ও লেখক স্বয়ং সৃজিত মুখার্জি নিজেই। প্রোডাকশনে রয়েছেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ও জ্যোতি দেশপান্ডে। রহস্য ও রোমাঞ্চের পাশাপাশিও এই সিনেমায় রয়েছে রূপম ও অনুপমের কণ্ঠে দুই মধুর গান। জানা গিয়েছে, এই ছবিটি সিরিয়াল কিলিং নিয়ে। ‘২২শে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’র জোড়া প্রিক্যুয়েলও বলা যেতে পারে এ ছবিকে। কারণ, ফিরছে প্রবীর চৌধুরী-বিজয় পোদ্দাররা।

শনিবার ছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। তাতে ‘দশম অবতার’-এর প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। কলাকুশলীদের পাশাপাশি হাজির ছিলেন দেব, কৌশিক সেন, ঋদ্ধি সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়রা। পরিচালকের জন্মদিনের দিনই মুক্তি পায় ‘দশম অবতার’-এর ট্রেলার। ট্রেলারটি ৩ মিনিট ১৪ সেকেন্ডের।

Thriller,Bengali movie,Hollywood,Entertainment

ট্রেলারে দেখা যায় শহরের বুকে ঘটে গিয়েছে একটার পর একটা খুন। আর তিনটি খুনেই রয়েছে একই প্যাটার্ন। আর এই তিনটি খুনের পরও সিরিয়াল কিলারকে ধরতে পারে না কলকাতা পুলিশ। কোনও ক্লু নেই তাঁদের কাছে খুনিকে নিয়ে। এমন সময় এই কেসের দায়ভার এসে পড়ে প্রবীর রায়চৌধুরীর উপর। তাঁর সঙ্গী হন ইন্সপেক্টর পোদ্দার। ট্রেলারেই ইতিমধ্যে মেতে উঠেছে থ্রিলার সিনেমা প্রেমীরা। মনে করা হচ্ছে এই সিনেমা দর্শকদের মন ছোঁয়ার সাথে ব্যবসাও ভালো করবে বক্সঅফিসে।




Leave a Reply

Back to top button