মা হলেন শ্রীলেখা, পুত্রসন্তান নিয়ে এখন ভরপুর মিত্র পরিবার
নতুন সদস্যকে নিয়ে ভারী খুশি মেয়ে ঐশী

আগে থেকেই ছিল কন্যাসন্তান। নাম ঐশী। বেশ বড়। আদরের ছলে ‘মাইয়া’ বলে ডাকেন শ্রীলেখা। দ্বাদশ শ্রেণীর সেই ছাত্রীর সঙ্গে শ্রীলেখার বন্ধুত্বের সম্পর্ক। অভিনেত্রীর ‘পুত্রসন্তান’ নিয়েও ঐশী বড্ড খুশি। সেই ‘সন্তানের’ বাবা-ই বা কে? জানুন…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জন্ম হল ফুটফুটে পুত্র সন্তানের। মা এবং সন্তান—দারুণ সময় কাটছে দু’জনেরই। টলিউডের ‘ঠোঁটকাটা’ এই নায়িকার সঙ্গে পাড়া প্রতিবেশিদের বেশ জুট ঝামেলা বাঁধার কথাও শোনা গিয়েছিল পথকুকুরদের খাওয়ানো নিয়ে। তবে তিনি এসব ঘটনাকে তোয়াক্কা করেন না। বরাবরই নিজের মতো বেঁচে এসেছেন। ফের এই সিদ্ধান্তে নিজের ছেলে ‘পেয়ে’ ভীষণ খুশি শ্রীলেখা (Srilekha Mitra)। তাঁর বাড়িতে এখন খুশির হাওয়া। শ্রীলেখা বললেন, ‘আমি আবারও মা হয়েছি। ছেলেটা আমার খুব মিষ্টি হয়েছে।’
শ্রীলেখার এই পুত্রসন্তানের বাবা কে? না। কোনও মানুষ নয়। চার পেয়ে এক জীব। এই জীব এক বিড়াল ছানা। পথকুকুরদের নিয়ে ব্যস্ত থাকা শ্রীলেখার পরিবারে এখন জুড়ল এক হুলো। নাম দেওয়া হয়েছে ‘মিঁয়া সাহেব’।

কি করে পেলেন ছেলেকে? জানা গেল, একদিন অ্যাপার্টমেন্টের নীচে সারা সন্ধ্যা, সারা রাত আটকেছিল ‘মিঁয়া’। কেউ উদ্ধার করেনি তাকে। নিজের বাড়িতে নিয়ে আসেন অভিনেত্রী। চার কুকুর-সন্তানের সঙ্গে থাকতে শুরু করেছে এই হুলো।
শ্রীলেখা বলেছেন, ‘আমার দু’জন কুকুর-ছানা মেনে নিয়েছে ওকে। কিন্তু দু’জন মেনে নেয়নি। যে আমার সবচেয়ে প্রিয়, করণ (কর্ণ), সে ওকে মানছে না। ঝামেলা করছে। ওরা আসলে জেলাস ফিল করছে (হিংসা করছে)। ও তো হুলো। মেয়ে হলে বারবার সন্তান ধারণ করার সমস্যা তৈরি হত। একজন থেকে অনেকগুলো বিড়াল হয়ে যেত। আমি ওকে বাইরে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছি। যদিও আমার মিঁয়া খুবই ভয় পেয়ে থাকে। নিজেও বের হতে চায় না। ওকে নীচে নিয়ে যাওয়া হয়েছিল। কোল থেকেই নামেনি।’