জামাইষষ্ঠী ঘিরে জমজমাট টিভি পর্দার পরিবার! পাঞ্জাবি পরে, ইলিশ হাতে শ্বশুড়বাড়ি চলল আদৃত-শনরা

টেলিপর্দার জীবনে লেগেছে জামাইষষ্ঠীর আমেজ। আজ এই রবিবারের বাজারে যখন জামাইরা বেরিয়ে পড়ছেন শ্বশুড়বাড়ির উদ্দেশে, তখন সেই আনন্দ থেকে নিজেদের কেনই বা সরিয়ে রাখবে টেলিপর্দার জামাইরা? জামাইষষ্ঠী কেন্দ্র করে  একেবারে খুশির আমেজ বাংলা ধারাবাহিকের দুই বিখ্যাত চ্যানেলে। নিজেদের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে চলেছে জি বাংলা ও স্টার জলসা। দর্শক টানার লড়াই। 

জামাইষষ্ঠীর এই শুভ আমেজে দর্শক টানতে টেলিপর্দাও মেতেছে তাঁদের পরিবারের জামাইদের নিয়ে। একদিকে জি বাংলা অন্যদিকে, স্টার জলসা। দুই চ্যানেলের প্রিয় জামাইদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ পর্ব। খাওয়া-দাওয়া, নাচ-গান ঘিরে একেবারে জমজমাট পর্ব। ইতিমধ্যে দুই চ্যানেলের তরফ থেকেই প্রকাশ করা হয়েছে প্রোমো। যা দেখে প্রাণ ভরেছে দর্শকদের। 

উল্লেখ্য, স্টার জলসা প্রকাশিত প্রোমোটিতে দেখা গিয়েছে, একেবারে নাচ-গান, হাসি-ঠাট্টায় মজে আছে স্টার জলসা পরিবারের মেয়ে-জামাইরা। চলছে খাওয়া-দাওয়া, তার সঙ্গেই আবার জমিয়ে। এই সব কিছু মিলিয়েই স্টার জলসা পরিবারের বিশেষ জামাইষষ্ঠী পর্ব। তবে আজই ক্যালেন্ডারের জামাইষষ্ঠী তারিখেই দেখা মিলবে না এই বিশেষ পর্বের। করতে হবে সবুর। আগামী ১২ই জুন সম্প্রচারিত হবে স্টার জলসার এই বিশেষ জামাইষষ্ঠী পর্ব। 

অন্যদিকে, জি বাংলার জামাইষষ্ঠী খানিক অন্যরকম। সেখানে সম্পূর্ণ বাঙালিয়ানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জমজমাট পর্ব। জি বাংলার নতুন ও পুরানো জামাইদের ঘিরেই মেতে উঠেছে এবারের বিশেষ পর্ব। খাওয়া-দাওয়া, নাচ-গান আর সেই সবের মাঝেই অনেকটা বাঙালীয়ানা। এই সব নিয়েই এবারের বিশেষ। দর্শকরা এই পর্বের উপভোগ নিতে পারবেন আজ থেকেই। ৫ই জুন থেকে আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ জামাইষষ্ঠী পর্ব। 

প্রসঙ্গত, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যেই বিশেষ স্থান অধিকার রেখেছে এই জামাইষষ্ঠী। বছরের এই দিনটিতে যেন আদরে আহ্লাদে নিজেদের জামাইকে ভরিয়ে দেন শাশুড়িরা। কব্জি ডুবিয়ে খাওয়া থেকে শুরু গোটা দিনটাই একটা হই হুল্লোরের মধ্যে মেতে থাকে অধিকাংশ বাঙালী পরিবার। আর সেই আদর-আহ্লাদ থেকে কেনই  বা বাদ যাবেন পর্দার জামাইরা।  তাই তো এত আয়োজন টেলিপর্দা জুড়ে।




Leave a Reply

Back to top button