‘বরণ’ এর পরিবর্তে ‘গোধূলি আলাপ’, ফের স্টার জলসায় টাইম স্লটে আসছে বড়সড় রদবদল

প্রয়োজনের খাতিরে অনেক সময় চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের সময়সূচীতে রদবদল দেখতে পাওয়া যায়। এবারও বড় রকমের পরিবর্তন আসতে চলেছে স্টার জলসার ধারাবাহিকের সম্প্রচারে। একসঙ্গে দুটো ধারাবাহিকের টাইম স্লটে আসতে চলেছে বিশাল ব্যাবধানের পরিবর্তন। কিছুদিন পড়েই স্টার জলসায় ( Star Jalsa ) সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ ( Godhuli Alap New Serial )। সেই মত সিরিয়ালের প্রচার ও টাইম স্লটও নির্ধারিত হয়ে গিয়েছিল। এছাড়াও অন্যান্য সিরিয়ালগুলোর সাথে সামঞ্জস্য ও ব্যবধান রেখেই নয়া এই সিরিয়ালটির সময়সূচি নির্ধারিত করা হয়েছিল। জানা গেছে টিআরপি বিবেচনা করে ‘বরণ’ এর সময়সীমার পরিবর্তন আনা হয়েছিল। চ্যানেলের পক্ষ থেকে সেই মত প্রচারও করা হয়। তবে এর মধ্যেই আবার চ্যানেলের পক্ষ থেকে সিদ্ধান্ত বদলের কথা প্রকাশ্যে আনেন। আচমকা সিদ্ধান্ত বদলের কারণে দর্শকদের মধ্যে ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে বেশ ভুলভ্রান্তি হচ্ছে। তাই চ্যানেলের পক্ষ থেকে কোন ধারাবাহিকের কোন সময় সেটা সঠিকভাবে দর্শকদের জানানোর জন্য বিবৃতি দিয়েছেন।
আরও পড়ুন…………খাদ্যরসিক নোবেলজয়ী, হরের খাবারের পদ নিয়ে লিখলেন রান্নার বই
প্রথমদিকে খবর পাওয়া গিয়েছিল ‘বরণ’ এর বদলে ‘গোধূলি আলাপ’ এর সম্প্রচার হবে। ‘গোধূলি আলাপ’ ( Godhuli Alap New Serial )এর কারণে ‘বরণ’কে বিদায় নিতে হচ্ছিল। এখন আবার অন্য রকম পরিবর্তন আনা হয়েছে। ২১শে মার্চ থেকে যেখানে সোম থেকে রবি ‘বরণ’ এর পরিবর্তে ‘গোধূলি আলাপ’ দেখানোর কথা ছিল সেখানে এলো বড় রকমের পরিবর্তন। ইতিমধ্যেই ‘গোধূলি আলাপ’ ( Godhuli Alap New Serial ) এর পরিবর্তিত সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই দুটি ধারাবাহিকেই নয় সেই সাথে বদলে যাচ্ছে লীনা গাঙ্গুলির ধারাবাহিক ‘গুড্ডি’র সময়সূচি। মূলত কয়েকটি ধারাবাহিকের টাইম স্লটের পরিবর্তনের কারণে আশে পাশের অনেকগুলি ধারাবাহিকের টাইম স্লটেই পরিবর্তন এসেছে।
আরও পড়ুন……………নির্ভুল লক্ষ্যপথে লক্ষ্য সেন, বিশ্বের এক নম্বরকে হারিয়ে সেমিতে সেন
তাই চ্যানেলের পক্ষ থেকে বিভ্রান্তি মোকাবিলা করার জন্য ধারাবাহিক সম্প্রচারের চূড়ান্ত সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেল ৫,৩০ এর সন্ধ্যা ৬.০০ টায় সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’ ( Godhuli Alap New Serial ) । অন্যদিকে সদ্য শুরু হওয়া ‘গুড্ডি’ ধারাবাহিকের টাইম স্লট অনেকটা এগিয়ে আনা হয়েছে। জানা গেছে টিআরপি এর দিক থেকে সেরা দশে জায়গা করে নিতে পারেনি ‘গুড্ডি’, তাই এর টাইম স্লট এগিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে দর্শকরা গুড্ডি দেখতে পাবে বিকেল ৫.৩০ এর স্লটে।