১) স্টার জলসার পাতায় পুনঃসম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা।
২) এক সময় ধারাবাহিকের নায়ক নায়িকা পাখি-অরণ্যের জুটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।
৩) সেই জনপ্রিয়তার হাত ধরেই তরতরিয়ে বাড়ে টিআরপি। ফের অনেক বছর পর রি-টেলিকাস্ট হওয়া বোঝেনা সে বোঝেনা জুটি কতটা হিট?
৪) দর্শক চাহিদাকে বলছে কালের গতিতে খানিকটা ফিকে হলেও পাখি-অরণ্যের রসায়ন চিরস্থায়ী।
৫) তাই আজও পুরনো এপিসোড দেখতেই টিভির সামনে ভিড় জমান দর্শককূল।
Follow us on
Back to top button