ঝড়ের মুখে মুখার্জি পরিবার! ‘খড়কুটো’র নতুন টুইস্ট দর্শকদের মধ্যে শুরু জোর আলোচনা

মন্টি শীল, কলকাতা : বাংলা ধারাবাহিক (Bengali serial), অর্থাৎ বাংলা তথা বাঙালির কাছে বিনোদনের এক এবং অন্যতম উপাদান। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে বাঙালি এক টুকরো বিনোদনের খোঁজ করেন। আর তাদের এই চাহিদা পূরণ করে বাংলা ধারাবাহিক। ইদানিং কালে টেলিভিশনের পর্দায় দর্শকদের উদ্দেশ্যে এই রকম অনেক বিনোদন মূলক ধারাবাহিক টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে সম্প্রচারিত হয়। আর তাদের মধ্যে একটি অন্যতম ধারাবাহিক হল স্টার জলসা (Star Jalsha)-এর পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘খড়কুটো’ (Khorkuto)।
টেলিভিশন জগতের এই জনপ্রিয় ধারাবাহিক একটা সময় দর্শকদের কাছে অতিব জনপ্রিয় হয়ে উঠেছিল। টিআরপি রেটিং পয়েন্টেও বেশ ভালো স্থান অর্জন করেছিল এই ধারাবাহিক। কিন্তু ইদানিং গল্পের একঘেয়েমির জন্য ধীরে ধীরে জনপ্রিয়তা হারতে থাকে খড়কুটো (Khorkuto)। আবার তার উপর চেপে বসে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু। এই দুইয়ের জেরে এই ধারাবাহিকের শেষে এমন একট স্থানে পৌছায়, যে সন্ধা বেলার প্রাইম স্লটের জায়গা খুইয়ে দুপুরের স্লটে সম্প্রচারিত হতে শুরু করে।
তবে হার মানেননি ‘খড়কুটো’র গোটা টিম। দর্শকদের কাছে নিত্য নতুন টুইস্ট নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছে, একটা বিপদ কাটতে না কাটতেই আরও এক বিপদের সংকেত দেখা যাচ্ছে মুখার্জি পরিবারের উপর। আবার অন্য দিকে দেখা গিয়েছে গুনগুন অর্থাৎ তৃণা সাহা (Trina Saha)-র অবুঝ আচরণ। এখানেই শেষ নয়, ধারাবাহিকে দেখা গিয়েছে যৌথ পরিবার ফের একবার মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। যার জেরে একেবারে জমজমাট পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে খড়কুটো (Khorkuto)।
তবে ধারাবাহিক কর্তৃপক্ষের মতে এতো শুধু মাত্র একটা ঝলক। দর্শকদের উদ্দেশ্যে আরও কিছু চমক রয়েছে, যার অন্যতম হল- মুখার্জি পরিবারের হঠাৎ করে খলনায়ক হয়ে উঠেছেন চিনির শাশুড়ি। কারন মুখার্জি পরিবারের রূপাঞ্জন এবং চিনির জীবনে এক অপ্রিয় সত্য সকলের সামনে উঠে এসেছে। আর সেটা হল, চিনি আর কোনও দিন মা হতে পারবে না। ঘটনায় পরিবারের সকলে মর্মাহত হলেও একেবারে দজ্জাল রূপ ধারণ করেছে চিনির শাশুড়ি। তবে এই সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে মুখার্জি পরিবারের সদস্যদের মধ্যে ফের একবার হাসি ফুটবে কি না তা তো আগামী দিনের গল্পের ধারা অনুযায়ী বোঝা যাবে। কিন্তু দর্শকদের ফের একবার খড়কুটো মুখি করে তুলতে তারকারা যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন তা বোঝাই যাচ্ছে।