রাস্তায় ছোকড়াদের পিটিয়ে একেবারে…., অকপটে স্বীকার করে নিলেন শুভশ্রী

রাখী পোদ্দার, কলকাতা : শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কে না চেনে তাঁকে। টলিউডের নামকরা অভিনেত্রীদের তালিকায় আসে তাঁর নাম। এক ডাকে সবাই চেনেন তাঁকে। দেখতে মিষ্টি স্বভাবের হলেও আগাগোড়াই ডানপিটে স্বভাবের ছিলেন শুভশ্রী। আর নিজের এই ডানপিটে স্বভাবের কথা চিরকালই অকপটে স্বীকার করেছেন তিনি। বর্তমানে রাজ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’ (Habji Gabji) ছবির প্রচারের জন্য দারুণ ব্যস্ত শুভশ্রী ও পরম। সেরকমই একটা প্রচারে এসে নিজেদের ছোটোবেলাকে স্মরণ করলেন তাঁরা।
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ( Subhashree Ganguly) তাঁর শৈশবের স্মৃতি মন্থন করে হাসতে হাসতে বলেন, ‘ছোটবেলায় আমি ভয়ঙ্কর দুরন্ত ছিল। এতটাই যে রাস্তায় ছেলেদের ধরে ধরে মারতাম। পাড়ার পার্টি অফিস থেকে বাবার কাছে হামেশাই অভিযোগ আসত। ঘটনার কথা বলতে শুরু করলে গোটা দিন লেগে যাবে।’ সেইসময় পরমব্রতও ( Parambrata Chatterjee) চুপ ছিলেন না। তিনিও তাঁর শৈশবের টুকরো স্মৃতি তুলে ধরে বলেন, ‘আমি ছিলাম মিচকে শয়তান। আমার মুখ দেখে কেউ বুঝতেই পারত না আমি বদমাইশি করার ক্ষমতা রাখি এতটা। সবাই ভাবত, এত মনখারাপ একটা মুখ.. আহারে ও এরকম করতে পারে। কিন্তু আমার অ্যান্টেনাগুলো খুব সজাগ থাকত। সব বদমাইশির পরিকল্পনা করতাম আমি কিন্তু ঠিক বুঝতে পারতাম টিচার আসছে। সবার আগে সরে যেতাম ঘটনাস্থল থেকে। একটা ঘটনার কথা মনে আছে। তখন খুব ছোট আমি, ক্রেশে থাকি। ঘরের কোনে অনেকগুলো গদি রাখা ছিল। আমি সব বাচ্চাদের জুটিয়ে রাজি করালাম, ওগুলোর ওপর উঠে লাফাব। যেমন কথা তেমন কাজ। পুরো ঘর যখন লন্ডভন্ড, আমি বুঝতে পারলাম কেউ আসছেন। সঙ্গে সঙ্গে গদি থেকে নেমে আমি ঘরের কোণে। টিচার যখন ঘরে এলেন, দেখলেন সবাই গদির ওপর উঠে লাফাচ্ছে আর আমি ঘরের এক কোণে বসে জানলার দিকে তাকিয়ে আছি বোকার মতো। টিচার সবাইকে বকুনি দিয়ে বললেন, ওকে দেখো, ও কোনও বদমাইশিতে নেই.. ওর থেকে শেখো..’।
আরও পড়ুন : ফের সুদীপের ছবির রিমেকের ঘোষণা! ভাইজানের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

শুধুমাত্র শুভশ্রী পরমব্রত এর কাছে নয় আমাদের সকলের কাছেই আমাদের ছোটোবেলার স্মৃতি হয় ভীষণ মধুর। শৈশব মানেই খাওয়া-দাওয়া, খেলা, ঘুম, রোজ নিয়ম করে পড়াশোনা। বিশেষ করে শুভশ্রী (Subhashree Ganguly) ও পরমব্রত (Parambrata Chatterjee) যখন ছোট ছিলেন, তখন তো ইন্টারনেট বা স্মার্টফোন কোনোটাই ছিল না। তাঁদের শৈশব মানেই ফাঁকা সময়ে খেলতে যাওয়া। আর ঠিক এই বিষয়কেই কেন্দ্র করে তৈরি করা হয়েছে ‘হাবজি গাবজি’। এই গল্পের মূল বিষয় হল মোবাইল ফোন, শৈশব ও দম্পতির জীবন। কিভাবে মুঠোফোন এবং ইন্টারনেট আমাদের শৈশব নষ্ট করছে তারই প্রতিফলন হল ‘হাবজি গাবজি’। এক্কেবারে ট্রেন্ডিং টপিক হল এই গল্পের মূল বিষয়বস্তু।
আরও পড়ুন : উর্বশির গোপন কেচ্ছা নেট দুনিয়ায়! সমালোচকদের পাল্টা দিলেন হট কুইন

ট্রেলার দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আজকের প্রজন্মের সন্তানদের বাবা-মায়ের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দেওয়া হয়েছে এই সিনেমার মধ্যে দিয়েই। বিষয় একটাই, মোবাইল ও ইন্টারনেটের মতো প্রয়োজনীয় জিনিসের মাত্রাতিরিক্ত ভুল ব্যবহার কিভাবে আমাদের ঠেলে ফেলে দিতে পারে ক্ষতির মুখে। বিশেষ করে বাচ্চাদের থেকে দূরে রাখা উচিত মোবাইল ফোন, যাতে তাদের মস্তিষ্কের বিকাশ সঠিক ভাবে ঘটতে পারে। পরমব্রত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘হাবজি গাবজি’ আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।