“টাকার জন্য সুদীপকে বিয়ে করেছে পৃথা,” ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে কি জবাব দিলেন এই জুটি?

জয়িতা চৌধুরি, কলকাতাঃ ‘শ্রীময়ী’ ( Sreemoyee ) ধারাবাহিকের সৌজন্যে ছোটপর্দার বেশ পরিচিত মুখ সুদীপ মুখোপাধ্যায় ( Sudip Mukherjee )। অনিন্দ্য চরিত্রের জন্য দর্শকের কাছ থেকে প্রচুর পরিচিতি পেলেও , তার একটি ব্যাডবয় ইমেজ আছে। আপতত স্টার জলসার ( Star Jalsha ) একটি জনপ্রিয় রিয়ালিটি শো ( Reality show ) ‘ইস্মার্ট জোড়ি’র ( Ismart Jodi ) মঞ্চে দেখা যাচ্ছে সুদীপকে। সঙ্গে স্ত্রী পৃথা চক্রবর্তীও ( Pritha Chakroborty ) শো’তে অংশ নিয়েছেন। উল্লেখ্য, এই শো-এর সঞ্চালনায় রয়েছেন সুপারস্টার জিৎ।

‘ইস্মার্ট জোড়ি’র ( Ismart Jodi ) এবার সত্যিই ফুটে উঠলো অভিনেতা সুদীপ মুখোপাধ্যাইয়ের( Sudip Mukherjee ) ব্যাডবয় ইমেজ । দর্শকদের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সুদীপা আর পৃথা চক্রবর্তী ( Pritha Chakroborty )। সেখানেই সোশ্যাল মিডিয়ায় এই অসমবয়সের জুটিকে নিয়ে যে তির্যক মন্তব্য পড়ে তা শোনালেন সঞ্চালক জিৎ। এক নেটনাগরিকের বক্তব্য, সুদীপ আর পৃথার সম্পর্ক বাস্তবেও ‘শ্রীময়ী’র মতো। পুরনো স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেছেন একজন অল্পবয়সী মহিলাকে।

sudip mukherjee
আরেকজন নেট নাগরিকের মতে, ‘পৃথা কি সুদীপকে টাকার জন্য বিয়ে করেছে, নাকি কোনও ভালো অল্প বয়সী ছেলে ছিল না?’ দুটো প্রশ্নের জবাবই দিতে দেখা যায় এই জুটিকে। সুদীপের দাবি “প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও সম্পর্ক রয়েছে বন্ধুত্বের।“ তিনি আরও বলেন প্রথম বিয়ে থেকে যে সন্তান আছে তারও যত্ন নেন দু’জনে মিলে। এমনকী, বর্তমান স্ত্রী পৃথাও জানান সুদীপের প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুর মতো। তারা এই বিষয়ে আসলেই খুব ‘কুল’।

আরও পড়ুনঃ মুখটা যেন সেদ্ধ ডিমের মতো! স্টার কিডদের নিয়ে করা কঙ্গনার বেফাঁস মন্তব্যে তোলপার নেটপাড়া

এর সঙ্গে সঙ্গেই দ্বিতীয় প্রশ্নের উত্তরে পৃথা জানান, তিনি মনের মানুষকে সত্যি কোনও অল্প বয়সী পুরুষের মধ্যে খুঁজে পাননি। আর কথার মাঝেই সুদীপের হেসে-খেলে জবাব, ‘কিন্তু আমার তো টাকা নেই। সাইকেল নিয়ে যাতায়াত করি। পিৎজা খেতে পারি মা, মুড়ি খাই।’ তবে পৃথার স্পষ্ট জবাব, ‘সুদীপের টাকা থাকলেও, আমি টাকার জন্য বিয়ে করিনি।’ টেলিভিশনের পর্দার আদর্শ স্বামী না হলেও বাস্তবে কতকটা ‘পত্নীনিষ্ঠ ভদ্রলোক’ সুদীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিদেশে ছুটি কাটাতে গিয়েও থামেনি শরীরচর্চা, জেনে নিন ক্যাটরিনার ফিটনেস রুটিন

ফেসবুকের ( Facebook ) মাধ্যমে পরিচয় হয় সুদীপ- পৃথার ( Sudip-Pritha )। ওডিসি নৃত্যশিল্পীর ( Oddisi dancer ) পৃথা। প্রায় ২৪ বছরের বয়সের পার্থক্য তাদের মধ্যে। ডিভোর্সি সুদীপকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পৃথা। সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথার প্রথম বিয়ে। বিয়ের পর সুখী গৃহকোণ এই দম্পতির। ইতিমধ্যেই ৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুদীপ-পৃথা। তাঁদের দুই পুত্র সন্তানও আছ। ঋদ্ধি আর বালি।

আরও পড়ুনঃ কেচ্ছায় ভরা জীবন! বিচ্ছেদের পরও দুই বউয়ের সাথেই থাকেন আমির খান




Leave a Reply

Back to top button