বলি অভিনেতা শান্তনুর সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা! পাশে রইলেন রাইমা-টোটা! কলকাতায় শুরু শ্যুটিং…

বলি অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গে এক ছবিতে স্বস্তিকা দত্ত।

পূর্বাশা, হুগলি: শুরু হল স্বস্তিকা দত্তের পরবর্তী ছবি ‘চালচিত্র’-এর শ্যুটিং। ছবিতে বলি অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা। পাশাপাশি, এই ছবিতে নজর কাড়বেন টলিউড ডিভা রাইমা সেন ও জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরি। ছবির পরিচালনা করছেন প্রতীম ডি গুপ্ত। সেপ্টেম্বর ২৩ থেকে শুরু হল ছবির শ্যুটিং।

Movie,Tollywood,Bollywood,Raima Sen,Swastika Dutta,Shantanu Maheshwari,Tota Roy Choudhury

নতুন ছবি নিয়ে প্রথম থেকেই উৎসাহিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। আলিয়ার ‘গাঙ্গুবাই’ খ্যাত বলি অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গে এক জুটিতে দেখা যাবে তাঁকে। ‘গাঙ্গুবাই’ থেকেই দর্শকদের নজর কেড়েছেন শান্তনু। পরপর তাঁর বেশ কিছু কাজ জনপ্রিয় হয়েছে দর্শক মহলে। নতুন কাজের বিষয়ে শান্তনুর বক্তব্য, ‘এক নতুন অধ্যায়ের শুরু’।

Movie,Tollywood,Bollywood,Raima Sen,Swastika Dutta,Shantanu Maheshwari,Tota Roy Choudhury

অভিনেতা টোটা রায়চৌধুরি এর আগে শান্তনুর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “আমরা দুজনেই উত্তর কলকাতার ছেলে। নাচ করতে ভালোবাসি।”
পাশাপাশি তিনি এও লেখেন, যে তাঁরা দুজনেই আলিয়া ভার্সের অংশ। উল্লেখ্য, সম্প্রতি রনবীর-আলিয়ার সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ তে নজর কেড়েছেন টোটা। আর এবার তিনি প্রস্তুত তাঁর নতুন ছবি নিয়ে।




Leave a Reply

Back to top button