অন্য হিরোর সঙ্গে বিয়ে হবে ফুলঝুড়ির! লালনের সরে যাওয়া মন থেকে মানতে পারছে না দর্শকরা

রাখী পোদ্দার, কলকাতা : ধারাবাহিক নিয়ে হাজারটা মতবিরোধ থাকলেও অবসর সময়ে ধারাবাহিক দেখতে কে না পছন্দ করে? বর্তমানে সেরা পাঁচটি বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘ধুলোকণা’ ( Dhulokona)। জোড় কদমে বাংলার অন্য আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’কেও জোর কদমে টক্কর দিয়েছে লালন-ফুলঝুড়ি ( Lalon-Fuljhuri)। একের পর নয়া টুইস্ট নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকে আসা নতুন মোড় যা এখনও সামলে উঠতে পারেনি দর্শক, তার মধ্যেই ফের আরেক নতুন চমক নিয়ে হাজির হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে লালন ফুলঝুড়ির মাঝে আগমন ঘটেছে নতুন সদস্যের।

ধারাবাহিকের লালন ফুলঝুড়ি বর্তমানে দর্শকদের নয়নের মনি। লীনা গঙ্গোপাধ্যায় রচিত জনপ্রিয় এই ধারাবাহিকে লালন চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশীষ রায় ( Indrashish Roy) আর নায়িকা ফুলঝুড়ির চরিত্রে দর্শকদের কাছে ধরা দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মানালি দে ( Manali Dey)। ধারাবাহিকের শুরুতে লালন ফুলঝুড়ির সম্পর্ক ঝগড়া দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা পরিণত হয় ভালোবাসার সম্পর্কে। আর সেই থেকেই দর্শকদের বহুদিনের ইচ্ছে দুজনকে এক হতে দেখার। তবে দর্শকদের সেই আশায় জল ঢেলে প্রত্যেক বারই কোনো না কোনো কারণে বিয়ে ভেঙে তাঁদের।

 

picsart 22 06 07 21 59 13 126বারংবার ফুলঝুড়ির এইরূপ পদক্ষেপে ক্ষিপ্ত দর্শক মহল। ফুলঝুড়ি ( Fuljhuri)র এই একঘেয়ে ন্যাকামি দেখতে দেখতে একেবারে বিরক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। তবে লালনের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে জীবনটাই বদলে গিয়েছে ফুলঝুরির। যে মেয়ে ছোটো থেকে লোকের বাড়িতে বাসন মেঝে করত নিজের দিন যাপন সে কি না বর্তমানে সেই কাজের বাড়িরই ছোটো মেয়ে। গান গেয়ে এখন চারদিকে বিরাট নামডাক তাঁর। এসব কিছুর মধ্যে বিয়ের ঠিক হয়ে যায় ফুলঝুরির। পাত্রের নাম অঙ্কুর (Ankur)। বিদেশে ভালো চাকরি করেন তিনি।ফুলঝুড়ির গান শুনে নিজের মন দিয়ে বসে তাঁকে। পাত্র অঙ্কুরের চরিত্রে অভিনয় করছেন তথাগত মুখার্জী ( Tathagata Mukherjee)। বর্তমানে ধারাবাহিকে চলছে তাঁদেরই বিয়ের তোড়জোড়।

 

picsart 22 06 07 22 05 56 021ধারাবাহিকের এই পর্বের একটি অংশ সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পাকা কথা বলার জন্য বাড়ির সদস্যদের সাথে ফুলঝুরিও এসেছে অঙ্কুরের বাড়িতে। সেখানে তাঁদের গাড়ি চালিয়ে নিয়ে আসে লালন। সেই ভিডিওই দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই দাবি জানিয়েছেন তারা ফুলঝুড়ির পাশে লালনকেই দেখতে চান। আর অন্য কাউকে দেখতে চান না তাঁরা সেই জায়গায়।




Leave a Reply

Back to top button