শ্রীজাতর ‘মানবজমিনে’র হাত ধরে অবৈতনিক স্কুলের উদ্বোধন হতে চলেছে শালবনিতে

অরিজিত সিংহের গলায় ‘মন রে কৃষি কাজ জানো না’ গানটি মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেই সিনেমারই কথা বলা হচ্ছে। এই সিনেমা তৈরি করার সময় বাস্তবে টিম ‘মানবজমিনে’র পক্ষ থেকে শালবনীতে একটি অবৈতনিক স্কুল তৈরি করার কথা ভাবনা চিন্তা করা হয়। স্কুলের শিলান্যাস হয় তখনই।

শুভঙ্কর, কলকাতা: দুই ধারে সবুজ ফসল, বুক চিরে চলে গেছে রাস্তা। তার পাশের একটি ফাঁকা জমিতে গ্রামের দুস্থ বাচ্চাদের জন্য স্কুল তৈরি করার লড়াই। অসংখ্য বাধা। টাকার অভাব, বৃত্তশালীরা অপ্রয়োজনীয় অবাস্তব কাজে টাকা ব্যয় করতে চাইলেও, বাচ্চাদের জন্য স্কুল তৈরি করার টাকা দিতে নারাজ। এই প্রেক্ষাপটেই চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায় শ্রীজাতর প্রথম বাংলা চলচ্চিত্র ‘মানবজমিন’। অরিজিত সিংহের গলায় ‘মন রে কৃষি কাজ জানো না’ গানটি মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেই সিনেমারই কথা বলা হচ্ছে। এই সিনেমা তৈরি করার সময় বাস্তবে টিম ‘মানবজমিনে’র পক্ষ থেকে শালবনীতে একটি অবৈতনিক স্কুল তৈরি করার কথা ভাবনা চিন্তা করা হয়। স্কুলের শিলান্যাস হয় তখনই। এবার সেই অবৈতনিক স্কুলের উদ্বোধন হতে চলেছে।

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি মানবজমিনে দেখানো হয়, প্রত্যন্ত গ্রামের বাচ্চা মেয়েদের জীবন কাহিনী। সেখানকার মেয়েরা পড়াশোনা না করেই অল্প বয়সে সাংসারিক জীবন পালনে ব্যস্ত হয়ে পড়ে। তার ফলে সারা জীবন অন্ধকারের মধ্যেই কাটাতে হয় তাদের। এমন অবস্থায় পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত চরিত্ররা গ্রামে স্কুল তৈরি করার কথা ভাবে। তারা একটি এনজিও চালায় তার পক্ষ থেকেই অবৈতনিক স্কুল তৈরি হবে বলে ঠিক হয়। কিন্তু স্কুল বললেই তো হল না‌। তার জন্য দরকার আর্থিক ও অন্যান্য সামর্থ্য। সেই সমস্যাতেই স্কুল তৈরি আটকে পড়ে। এই ভাবেই এগিয়ে চলে গল্প।

Manobjamin,Srijato,school,parambrata Chatterjee,Priyanka Sarkar,Rana Sarkar.

গ্রামাঞ্চলে বাচ্চা মেয়েদের এই সমস্যা শুধুমাত্র রিল লাইফের নয়। রিয়েল লাইফেই রয়েছে। তাই ছবি তৈরির সময় টিম ‘মানবজমিনে’র পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় শালবনিতে একটি অবৈতনিক স্কুল খোলা হবে। যেখানে পড়াশোনা করার জন্য গ্রামের বাচ্চাদের বা তার পরিবারকে কোনরকম অর্থ দিতে হবে না। যেমন ভাবা তেমনি কাজ শুরু। তখনই বিদ্যালয়ের শিলান্যাস করা হয়। এবার সেই স্কুলেরই উদ্বোধনের সময় চলে এসেছে। সম্প্রতি ‘মানবজমিনে’র প্রযোজক রানা সরকার জানান এই বিদ্যালয় তৈরীর কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই তার উদ্বোধন করা হবে।




Leave a Reply

Back to top button