টলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন, এবার কি তবে শোভন সোহিনী যুগলবন্দী দেখার পালা!
স্বস্তিকার ইতি এবার তবে সঙ্গীত জগতের শোভনের সাথে সাথে অভিনয়ের মেলবন্ধন!

কলকাতা: অবশেষে কি স্বীকারোক্তি? টলিপাড়া জুড়ে কয়েক মাস ধরে জোর কানাঘুষো চলছিল, নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা এবং গায়ক। সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। দুদিন আগেই জন্মদিন ছিল টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের। তবে সোহিনী তাঁর জন্মদিন কলকাতায় কাটাননি। শহর থেকে দূরে সমুদ্রের ধারে বন্ধু-বান্ধবদের নিয়ে দারুণ জন্মদিন কাটালেন। আর সেখানেই নজর কাড়ল শুধু একজনের দিকেই। সোহিনীর এই জন্মদিনের উদযাপনে সামিল হয়েছিলেন তাঁর চর্চিত প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ও ।
কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক রণজয় বিষ্ণুর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়েছে সোহিনীর। যদিও এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, দুজনেই নতুন সম্পর্কে জড়ানোর কারণেই এই বিচ্ছেদ। তবে রণজয় কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তা জানা না গেলেও সোহিনী ও শোভনকে নিয়ে টলি পাড়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। আর সেই চর্চাকে আরও খানিকটা উস্কে দিল সোহিনীর জন্মদিনের উদযাপন। সোহিনীর জন্মদিনে প্রতীক যে ছবিগুলি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে, সেখানে দেখা গিয়েছে সোহিনীর বহুদিনের পুরনো বন্ধু অঙ্কিতা ও তাঁকে। এছাড়াও বেশ কিছুজনকে। আর তাঁদেরই মাঝে দেখা গেল শোভনকেও।
পোস্ট করা বেশ কিছু ছবির মধ্যে এই ছবিটি নেটিজেনদের নজর কেড়েছে বেশি করে। ছবিতে দেখা যাচ্ছে সোহিনীরা যে জায়গায় গিয়েছেন সেখানকার হোটেল রুমে সকলে বসে রয়েছেন আর রুমের জানলার বাইরে দাঁড়িয়ে আছেন শোভন। তবে শুধু সোহিনীর পোস্টেই নয়, শোভনের সোশ্যাল মিডিয়া পোস্টেও দেখা গিয়েছে যে গায়ক সমুদ্রের ধারে ঘুরছেন। প্রথমে সবাই ভেবেছিলেন যে শোভন হয়ত একাই ঘুরতে গিয়েছেলেন। পরে সোহিনীর পোস্ট দেখার পর বিষয়টা জলের মতো স্পষ্ট হয়। যদিও শোভন ও সোহিনী তাঁদের প্রেম নিয়ে মুখ খোলেননি।
প্রসঙ্গত, শোভন-সোহিনীর সম্পর্কে শিলমোহর পড়েনি বটে, কিন্তু মাঝেমধ্যেই সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালা হচ্ছে। প্রশ্ন জাগছে, শোভন কবে থেকে সোহিনীর সফরসঙ্গী হলেন? এই ঘনিষ্ঠতা কি কেবলই বন্ধুত্ব? টলিপাড়ার অন্দরের খবর, রণজয়ের সঙ্গে বিচ্ছেদের পর শোভনের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। উল্টোদিকে স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর সোহিনীর সঙ্গেই নাকি সময় কাটাতে দেখা যাচ্ছে শোভনকে। তবে কি ধীরে ধীরে নায়িকা এবং গায়ক টলিপাড়ার যুগল হিসেবে প্রকাশ্যে আসছেন? সেটা জবাব দেবে সময়ই।