মৃত্যুর পরেও মেয়ের খেয়াল রাখছে মা, অন্যরকম গল্প বলবে নয়া ধারাবাহিক ‘আলোর কোলে’
পুপুলকে মায়ের মতো আগলে রাখবে কে? প্রশ্নের উত্তর নিয়ে আসছে নয়া ধারাবাহিক 'আলোর কোলে'

ভৌতিক কিন্তু ভালোবাসার এক অনন্য সমীকরণের এক নতুন গল্প নিয়ে জি বাংলায় আসতে চলেছে নতুন মেগা ধারাবাহিক ‘আলোর কোলে’ (Alor Kole)। যার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক রায়, স্বীকৃতি দে এবং সমু সরকার।সব মিলিয়ে একটি ভৌতিক কিন্তু ভালোবাসার এক অনন্য সমীকরণ আমরা দেখতে পাবো এই ধারাবাহিটিতে।শুধু তাই নয়,এই ধারাবাহিকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘গৌরী এলো’ ধারাবাহিকের ছোট্ট ক্ষুদে শিল্পী।পাশাপাশি,এই নতুন ধারাবাহিকটিতে দর্শকরা আরও একটি পরিচিত মুখ দেখতে পাবেন, যিনি হলেন আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)। পাশাপাশি,এই ধারাবাহিকের একটি অন্যতম চরিত্রে দেখা যাবে,‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে খলনায়িকা মিশকাকে। এই ধারাবাহিকটিতে তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করত চলেছেন। এবার ‘আলোর কোলে’ ধারাবাহিকের হাত ধরে পুরোপুরি মেগা ধারাবাহিকে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য।
ইতিমধ্যেই আয়েশা ‘তোমায় আমায় মিলে’, ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘রাগে অনুরাগে’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘ক্ষীরের পুতুল’, ‘ইরাবতীর রূপকথা’, ‘চুনি পান্না’, ‘বয়েই গেল’ সহ আরো ধারাবাহিকে অভিনয়ে করেছেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় সুপারস্টার জিতের সঙ্গে ‘ওয়ান্টেড ‘ সিনেমায় অভিনয় করেছিলেন আয়েশা। সম্প্রীতি ‘ চেঙ্গিস ‘ সিনেমায় ফের জিতের সঙ্গে অভিনয় করতে দেখবেন দর্শকেরা।
‘আলোর কোলে’ ধারাবাহিকের হাত ধরে পুরোপুরি মেগা ধারাবাহিকে কামব্যাকের প্রসঙ্গ নিয়ে সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার পর জানা গেল, ধারাবাহিকে কৌশিক রায়ের সৎ বোন রাজনন্দিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। যদিও তিনি জানান অবশ্যই এটি একটি নেতিবাচক চরিত্র। কিন্তু এর আগেও আয়েশা নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু সেগুলি নিতান্তই দুই বোনের মধ্যে যেমন হিংসা হয় তেমন। কিন্তু এই ধারাবাহিকে যে নেতিবাচক চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন সেটি একটু অন্যরকম, সেটি ভীষণ পরিণত একটি চরিত্র।তিনি আরও জানান,তার চরিত্রটি অর্থাৎ রাজনন্দিনীর যে চরিত্রটি রয়েছে সেটি খুব ম্যাচিওর একটি চরিত্র যে সবার সামনে ভালো সেজে থাকে কিন্তু পরক্ষনেই সব সময় নিজের দাদার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায় সেটাই চিন্তা করতে থাকে।তিনি জানিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’-য় কাজ করার পর ফের এই ধারাবাহিকে অভিনয় করে পুরোপুরি কাম ব্যাক করতে পেরে ভীষণ খুশি তিনি।এই ধারাবাহিকে অভিনয় করার প্রসঙ্গে দর্শকদের ভালোবাসা এবং আশীর্বাদকেই আয়েশা তার কামব্যাকের কারণ হিসেবে তুলে ধরেছেন।দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদে ছোট পর্দায় ফের পুরোপুরি ফিরে আসার জন্যে প্রস্তুত আয়েশা।