স্যান্ডির সাথে কোমর বেঁধে ঝগড়া! মাথা গরমে মেস বাড়ির ছাড়ে শ্রীতমা

জয়িতা চৌধুরি, কলকাতাঃ ইউটিউবার ( Youtube ) স্যান্ডি সাহা ( Sandy Saha ) ছোট পর্দায়ে ডেবিউ করেছেন ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ( Basanta Bilash Meshbari ) টিভি শোয়ের ( TV Show ) হাত ধরে। ইউটিউব হোক বা ছোট পর্দা স্যান্ডি মানেই বিতর্ক। দিনকয়েক যেতে না যেতেই শ্যুটিং ফ্লোরে তিনি বাঁধিয়ে দিলেন বিতর্ক ( Controversy )। এক প্রত্যক্ষদর্শীর মতে শ্যুটিং সেটের মাঝেই নাকি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে বিরাট ঝগড়া হয়েছে স্যান্ডি সাহার।
সূত্রের খবর, প্রথম থেকে স্যান্ডি ও শ্রীতমার সম্পর্ক ভালোই ছিল। তবে সোমবার শ্যুটিং সেটে দেরি করে আসেন স্যান্ডি। আগে থেকেই সময়মতো পৌঁছে শ্যুটিং এর জন্য তৈরি ছিলেন শ্রীতমা। মেকআপ রুমেও রিল ভিডিয়ো বানান দুজন একসাথে। তারপরেই বাঁধে বাকবিতণ্ডা। এই কথা কাটাকাটির জেরে ঘণ্টাখানেক সময় শ্যুটও বন্ধ রাখতে হয় পুরো ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ টিমকে। অবশেষে প্রোডাকশন ব্যাপারটিতে হস্পক্ষেপ করলে আবার শ্যুটিং শুরু হয়।
সেটে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, স্যান্ডির ইয়ার্কি ঘিরেই এই বচসার সূত্রপাত। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, একটি BTS ভিডিয়োও শ্যুট করেছিলেন স্যান্ডি ও শ্রীতমা। দেরি হওয়ার কারণ জানতে চাইলে শ্রীতমাকে নিয়ে রসিকতা করেছিলেন স্যান্ডি। যা শুনে রেগে জান অভিনেত্রী। দু’ কথা শুনিয়েও দেন স্যান্ডিকে। প্রত্যুত্তরে চুপ থাকেননি স্যান্ডিও। এরপরেই বীতশ্রদ্ধ হয়ে সেট ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী শ্রীতমা।
আরও পড়ুনঃ বুড়ো হারের জোর! বয়স বাড়লেও বি-টাউনে পরকীয়ার মহারাজ আলিয়া পিতা মহেশ
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এই সময় যোগাযোগ করেন ‘মা’ খ্যাত অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি দুজনকেই। শ্রীতমা জানান, ‘একসঙ্গে থাকতে গেলে ঝগড়া তো হতেই পারে। তবে ফ্লোরের একটা ডেকরাম থাকে। আমি সেটা মেনটেইন করি। ও তো জানে না, নতুন এসেছে। আর ও একটু ছেলেমানুষ। সারাক্ষণ মজা করছে, ইয়ার্কি মারছে। কিন্তু কাজের জায়গায় তো এটা সবসময় চলে না। ওকে সেটা বুঝতে হবে। নয়তো ভবিষ্যতে কাজ পেতে ওরই সমস্যা হবে।’
অন্যদিকে স্যান্ডির মত অনুসারে, ‘সেটে আমার সঙ্গে শ্রীতমার সম্পর্ক ভালো। ও আমার সঙ্গে মজা করে। আমিও করি। আমাকে দিনকয়েক আগে একটা সানগ্লাসও উপহার দিয়েছে। এখানে সিনিয়র জুনিয়ারের কোনও ব্যাপার নেই। অনেকসময় কারও কোনওদিন মুড অফ থাকে। সেটা তো আগে বোঝা যায় না। আমিও ইয়ার্কি মারার আগে ব্যাপারটা বুঝিনি। আর আমার সাথে কেউ রুক্ষ্মভাবে কথা বললে, আমিও সেটাই ফিরিয়ে দেই।’
আরও পড়ুনঃ “নিজের দোষেই কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রীরা “, মল্লিকার মন্তব্য ঘিরে সরগরম বি টাউন