১) আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর পুজো মানেই পুজো প্রেম। আগের বছর একসঙ্গে থাকলেও এবছর আলাদা থাকবেন এই টলিউড জুটিরা।
1/4
২) সোহিনী-রণজয়: টলিউডের পাওয়ার কাপল ছিলেন সোহিনী-রণজয়। চলতি বছরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফলে একসঙ্গে কাটাবেন না এবারের পুজো।
2/4
৩) শোভন-স্বস্তিকা: গায়ক শোভন ও নায়িকা স্বস্তিকার প্রেম টলিপাড়ায় চর্চিত। কিছুদিন আগেই ব্রেক আপ হয়েছে তাঁদের। ফলে পুজোয় দুই মেরুতে থাকবেন দুই তারকা।
3/4
৪) জিতু-নবনীতা: ইদানিং সর্বাধিক চর্চিত টলি কাপল হলেন জিতু কমল ও নবনীতা দাস। ব্রেক আপ নয় দীর্ঘ দাম্পত্যের পথে বিচ্ছেদ কাঁটা পুঁতেছেন কিছুদিন আগেই। ফলে এবারের পুজোর দিনগুলোতে একসঙ্গে দেখা যাবে না তাঁদের।