রোজ নেট মাধ্যমে ধর্ষিত হয়ে আসছে ‘ঝিলিক’,’মা’ খ্যাত শিশুশিল্পী তিথি বসুর মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া

প্রিয়া ধর, কলকাতাঃ আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনও কিছুই আর অসম্ভব নয়। এর ভালো দিক যেমন আছে তেমন আছে খারাপ দিক। আর এই খারাপ দিকগুলো প্রতিনিয়ত প্রত্যক্ষ করে যাচ্ছেন পাবলিক ফিগারেরা। হাঁ একদমই তাই। ইন্তারনেটের দৌলতে যাকে তাকে অসম্মান করা, তির্যক মন্তব্য করা খুবই সহজসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনারই সাক্ষী থেকেছে জনপ্রিয় সিরিয়াল ‘মা’র শিশুশিল্পী ঝিলিক ( Jhilik-Tithi Basu ) ওরফে তিথি।

ছোট্ট তিথি অনেক বড় হয়ে গেছে। এখন আর চেনার উপায় নেই। বেশ অনেক দিন ধরেই তিথি সামাজিক মাধ্যমে বিচরণ করছেন। তবে সামাজিক মাধ্যমে প্রায়শই তিথিকে কটাক্ষ ও নোংরা ভাষা শুনতে হয়। তরুণ এই অভিনেত্রী জানান, বেশ অনেকবার তাকে ধর্ষণের হুমকি শুনতে হয়েছে। এছাড়াও তার দেহের গড়ন নিয়ে অনেক কটু ও অপ্রীতিকর ভাষার সম্মুখীন হতে হয়েছে।

  Jhilik-Tithi Basu
Jhilik-Tithi Basu

আরও পড়ুন…………তিনি নাকি ‘অপরিবর্তনীয়’! নিজের হাতে আঁকা ‘ট্যাটু’র রহস্য খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা

এসবের বিরুদ্ধে নানা রকম সতর্কতা অবলম্বন করলেও কোনও কাজ হয়নি। অনেক অজানা ও অচেনা লোকেরা তার ছবিতে খারাপ ও বিদ্রুপ মন্তব্য করেন। তিথি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। ভালবাসেন ছবি তুলতে। অবসর সময়ে নাচ ও ছবি তুলেই সময় কাটান তিনি। মাঝে মাঝেই বেশ বোল্ড ছবি ও অঙ্গভঙ্গি দিয়ে নাচের ভিডিও আপলোড করেন এই জনপ্রিয় শিল্পী।

  Jhilik-Tithi Basu
Jhilik-Tithi Basu

আর এসব ছবি ও ভিডিও শেয়ার করার পড়েই শুরু হয় কাদা ছোঁড়াছুঁড়ি। তিথি জানান তাকে এরকমও শুনতে হয়েছে তিনি ট্রান্সজেন্ডার কিনা! আবার অনেকে লিখেছেন, ‘মেয়ে নষ্ট হয়ে গেছে’, ‘ছোট বেলায় ভালো লাগত এখন আর ভালো লাগে না’। এসব মন্তব্য নিয়ে আজ্ঞে খুব বিচলিত থাকতেন তিনি। এখন অবশ্য অনেকটাই শিখে গেছেন কিভাবে এদের এড়িয়ে চলতে হয়।

আরও পড়ুন…………নাবালকের সাথে যৌনলীলায় মত্ত HIV পজিটিভ কাকিমা, সত্য প্রকাশ্যে আসতেই কপালে হাত

তিথির মতে প্রযুক্তির শক্তির কাছে আমাদের হাত বন্ধ। তাই চেষ্টা করি এগুলোকে এড়িয়ে গিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর। এসব নিয়ে আর মাথা ঘামায় না। সম্প্রতি তিথি তার পড়াশুনো নিয়েই ব্যস্ত।




Leave a Reply

Back to top button