দক্ষ অভিনেত্রী, বয়স বাড়ায় কাজে ডাকে না পরিচালকরা! কাজের অভাবে ঘুম উড়েছে রীতা দত্ত চক্রবর্তীর

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বাংলা এবং বাঙালির কাছে বিনোদনের এক অন্যতম দুনিয়ায়। সাধারণত এই বিনোদনের দুনিয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে খবরের শিরোনামে এসেছে, এসেছে দর্শক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদি এর অন্যতম কারণ হল সিনে তারকাদের কোনও বিতর্কিত মন্তব্য অথবা কোনও বিতর্কিত ঘটনার জন্য। তবে সম্প্রতি টলিউড সম্পর্কে যে তথ্য সকলের সামনে উঠে এসেছে তা শোনার পর রীতিমতো হতভম্ব হয়েছেন সমগ্র দর্শক মহল থেকে শুরু করে গোটা টলিউড।

কিন্তু কি এমন ঘটল? সম্প্রতি এক টলিউড অভিনেত্রী প্রকাশ্যে মন্তব্য করেছেন, যে ‘কাজ করার ইচ্ছা থাকলেও কোন পরিচালক সুযোগ দেন না।’ শুনে অবাক হলেন। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে টলিউড সম্পর্কে এমনই বিষ্ফোরক মন্তব্য করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক এবং অন্যতম জনপ্রিয় দাপুটে অভিনেত্রী হিসেবে পরিচিত রীতা দত্ত চক্রবর্তী। এই অভিনেত্রী টলিউডের একাধিক সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক এবং থিয়েটারের নিজের অভিনয়ের দক্ষতা পেশ করেছেন।

11c22

তবে এত দক্ষতা, কাজের প্রতি ভালোবাসা, এবং জনপ্রিয়তা থাকা সত্তেও ধীরে ধীরে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যাচ্ছেন এই টলি অভিনেত্রী। সম্প্রতি এই অভিনেত্রীকে কিছু কিছু বাংলা ধারাবাহিকে (Bengali Serial) দেখা গিয়েছে। তবে বড় পর্দা অর্থাৎ সিনেমার দুনিয়া থেকে একেবারেই অবলুপ্তি ঘটছে এই অভিনেত্রীর। যা নিয়ে দর্শক মহলের মধ্যে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। তবে ইদানিং কিছু সময় আগে এই অভিনেত্রী প্রকাশ্যে মন্তব্য করে বলেছেন, তিনি কেমন দেখতে বা তার অভিনয়ের দক্ষতা কিরকম তিনি জানেন না। কিন্তু বড় পর্দার থেকে ডাক না পেলে তিনি ত্রুটিপূর্ণ বলে মনে করেন।

শুধু তাই নয়, অভিনেত্রীর মতে ‘তিনি এর আগে বহু জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু বর্তমান যুগের পরিচালকরা তাকে কাজের সুযোগ দেননি। যদি একটা সুযোগ পেতেন তবে নিজেকে প্রমাণ করতেন। তবে বর্তমানে যুগ বদলেছে, বদলেছে কাজ করার ধরন।’ টলিউড অভিনেত্রী এইদিন হয়তো কোনও ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করেননি, তবে তার এই বক্তব্যে বিনোদনের জগতে এক এক প্রভাব বিস্তার করতে চলেছে তা কার্যত স্পষ্ট। বর্তমানে এই জনপ্রিয় টলিউড অভিনেত্রী জি বাংলার পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)-তে খলচরিত্রে অভিনয় করছেন।




Leave a Reply

Back to top button