মাখোমাখো প্রেমে মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা! টানা ১১ বছরের মধুর সম্পর্কে এখনও পড়েনি ফাটল

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। প্রতিদিন টলিউডের অসংখ্য অনুরাগী এখানকার বিভিন্ন বিষয় নিয়ে চর্চায় মেতে রয়েছে। বিশেষত, টলি তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে। অনুরাগী মহল কার্যত দিন রাত এক করে ব্যস্ত তাদের প্রিয় অনুরাগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। বিশেষত, সেই টলি তারকা কার সঙ্গে সম্পর্কে মেতে রয়েছেন, কার কার সম্পর্কে ভাঙন ধরেছে। কারণ বর্তমানে এই বিনোদনের জগতে সম্পর্কের ভাঙা গড়ার খেলা লেগেই রয়েছে।

তবে এই বিষয় নিয়ে রীতিমতো এক নজির গড়ে তুলেছেন টলিউডের জনপ্রিয় সুপারস্টার অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush hazra)। টলিউডের এই জনপ্রিয় অভিনেতা সম্পর্কে জানার আগ্রহ প্রায় সকলেরই। তবে জানা গিয়েছে, এই টলি অভিনেতা সম্প্রতি এক গভীর মাখোমাখো প্রেমে মজে রয়েছেন। তার অভিনেতার সেই প্রেমিকা আর কেউ নন টলিউড খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা সেনে (Oindrila sen)। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, টলিউডের এই দুই জনপ্রিয় হিট জুটি বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে এই বিষয় নিয়ে বলতে শোনা যায়নি কাউকেই।

27c32

আরও পড়ুন ….Pather Panchali : বেনজির উদ্যােগ! অনীক দত্তের পর ‘পথের পাঁচালী’ পরিচালনায় ভবানীপুর থানা
আরও পড়ুন ….বান্ধবীকে বউ বলে সম্বোধন! বিদিশা কি তবে উভকামী, নেটমহলে উঠছে প্রশ্ন

কিন্তু ইদানিং কালে, অভিনেতা অঙ্কুশ হাজরা সোশ্যাল মিডিয়াতে এক নতুন চমক দিলেন। কিন্তু কি সেই চমক? সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি অভিনেতা অঙ্কুশ একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশনে লেখা ছিল, “গালে হাত দিয়ে ছেলেরা কখন বসে থাকে.. যখন সে প্রেমে পড়ে, যখন সে একটা মেয়ের সঙ্গে ১১ বছর ধরে প্রেম করে।” অভিনেতার এই পোস্ট মারফত জানা গিয়েছে, এক বা দুই বছর নয় টানা এগারো বছর ধরে সম্পর্কে রয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা। যা কার্যত নজির। কারণ বিনোদনের দুনিয়ায় কোনও তারকারই সম্পর্ক বেশি দিন স্থায়ী করে না।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)


আরও পড়ুন ….শান্ত, নির্লিপ্ত হলুদ বাড়ি, বছর পঞ্চাশ আগের সেই ধর্ষিতা আজও বেঁচে জানে না মানুষ

অভিনেতার এই পোস্ট দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছে তার অনুরাগী মহল। এমনকি কমেন্ট বক্স ভরে যায় বিভিন্ন রকমের কমেন্টস-এ। সাধারণত অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির দুষ্টু মিষ্টি কার্যকলাপ দেখতে পছন্দ করেন অনুরাগীরা। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ জোরদার আলোচনাও হয়। সম্প্রতি বেশ কিছু দিন আগে অভিনেতা এইরকমই এক পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। যেখানে সে রীতিমতো মজার ছলে দাবি করেছিলেন, ‘তার সেই আগের গুলুমলু ঐন্দ্রিলা-কে ফেরত চাই’। এর মূলত কারণ হল অভিনেত্রী ব্যস্ত শরীর চর্চায়। তাই অভিনেতার এই উক্তি। তবে খুব শীঘ্রই এই দুই টলি তারকার আসন্ন সিনেমা ‘লাভ ম্যারেজ’ মুক্তি পেতে চলেছে। আর তার আগে এই রকমের পোস্ট নিশ্চিত ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে এই দুই তারকাদের।




Leave a Reply

Back to top button