“পুষ্পা ঝুঁকগা নেহি!”, ডায়লগে দর্শক মাতিয়ে ইস্মার্ট জোড়ির মঞ্চে পুষ্পা সাজে শ্রীময়ীর অনিন্দ্য

মন্টি শীল, কলকাতা : অনুকরণ, বিনোদন জগতের এক অন্যতম পরিচিত শদ্ব। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিনোদন জগতে অনুকরণের প্রসঙ্গটি প্রতিষ্ঠিত হয়। এইবারেও তার ব্যতিক্রম হলো না। একেবারে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা পুষ্পা (Pushpa)-র অনুকরণ করলেন খোদ টলিউড অভিনেতা। তবে পেশা গত দিক থেকে নয়, একেবারেই মজার ছলে অভিনেতা আল্লু অর্জুন অভিনীত চরিত্র পুষ্পা-র অনুকরণ করলেন শ্রীময়ী (Sreemoye) খ্যাত অভিনেতা অনিন্দ্য ওরফে সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)।
টলিউডের এই জনপ্রিয় অভিনেতা সম্প্রতি টেলিভিশন জগতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ (Ismart jodi)-র মঞ্চে স্বস্ত্রিক উপস্থিত ছিলেন। তবে তিনি একা নন, ওই এপিসোডে প্রতিযোগি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা ভরত কল, রাজা-মধুবনী, জিতু-নবনীতা। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় তার দ্বিতীয় স্ত্রী-এর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। এই শো-এরই এক বিশেষ মুহুর্তে এই টলি অভিনেতা কে অবিকল ‘পুষ্পা রাজ’এর সাজে দেখা গেল। যদিও অভিনেতার অভিনয় এতটাই দৃশ্য মধুর ছিল যে একটা সময় মনেই হয়নি যে ইনি একজন টলিউড অভিনেতা
আরও পড়ুন ….২ টাকার ওষুধ ১২টাকা! মূল্যবৃদ্ধির নামে কোটি টাকার চুরি, নেপথ্যে কে?
আরও পড়ুন ….মৃত্যুর পরও অটুট মায়ের প্রতি ভালোবাসা! ডায়েরির শেষ পাতায় এখনও জ্বলজ্বলে নামটা
তবে শুধু মাত্র অভিনয়ই নয়, টলিউডের এই অভিনেতা ‘পুষ্পা’ (Pushpa) সিনেমার গানেও হুবহু স্টাইলে পা মেলাতে দেখা গিয়েছে। যাকে এককথায় বলতে গেলে, দক্ষিণী সিনেমার অনুকরণ করে একেবারে মঞ্চ মাতিয়ে দিয়েছেন এই অভিনেতা। কিছু দিন আগে এই টলিউড অভিনেতা তার দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার জন্য সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম ভাবে কটূক্তির শিকার হয়েছিলেন, কিন্তু শো এর এই ভাইরাল হওয়া ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
View this post on Instagram
আরও পড়ুন ….টাকার বিনিময়ে টেলিপাড়ায় মিলছে কাজ! বিস্ফোরক ঘটনায় নাম জোড়ালো কাদের?
শো-এর মঞ্চে করা অভিনেতার এই কার্যক্রম দেখে রীতিমতো হতোবাক হয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই শো এর ভাইরাল মুহূর্তের ছবি নেট দুনিয়ার কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে। যা ভীষণ রকম ভাবে উপভোগ করছেন নেট দুনিয়ার বাসিন্দারা। ইতিমধ্যেই এই শো এর প্রোমো প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই এই বিশেষ এপিসোডটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত করা হবে। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় একাধিক সিনেমা এবং ধারাবাহিকে খলচরিত্র অভিনয় করেছেন। দর্শক মহলেও তার পরিচিতি সেই রকম। কিন্তু অভিনেতার এই অভূতপূর্ব দৃশ্য দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছেন তার অনুরাগীদের একাংশ।