বিচ্ছেদের জেরে ভেঙে পড়েছে কৃষ্ণকলির শ্যামা! “আর কোনও সম্পর্ক নয়!” বলে সাফ মন্তব্য অভিনেত্রীর

প্রত্যুষা সরকার, কলকাতা: কেরিয়ারের শুরু থেকেই খবরে থাকেন কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা ওরফে অভিনেত্রী তিয়াসা লেপচা ( Tiyasa Krishnakali )। ছোট পর্দায় ‘কৃষ্ণকলি‘র হাত ধরেই শুরু হয় তাঁর অভিনয় জীবনের পথ চলা। আর সেখান থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তিয়াসা। এর পর ধারাবাহিকটি শেষ হলে বেশ কয়েক দিন টলি পাড়া থেকে একটু দূরেই ছিলেন অভিনেত্রী। এবার ফের ছোট পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। ভক্তদের মুখে হাসি ফোটাতে আবারও ছোট পর্দায় আসতে চলেছেন তিয়াসা। এই বিষয়ে কি জানালেন তিনি?

বছরের শুরু থেকেই একের পর এক নতুন সিরিয়াল আসতেই চলেছে বাংলা ধারাবাহিক চ্যানেল গুলিতে। আরও নতুন নতুন ধারাবাহিক শুরু হবে এরপর ( Tiyasa Krishnakali )। তাই আগামী মাস থেকে স্টার জলসা শ্যুট শুরু হবে এক নতুন ধারাবাহিকের। যেখানে অভিনয় করবেন অভিনেত্রী তিয়াসা। প্রথমে হবে লুক টেস্ট, তার পর প্রোমো শ্যুট। আর তার পরই শ্যুটিং ফ্লোরে শুরু হবে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাক।

img 20220626 114438

অভিনয়ের পাশাপাশি তিয়াসা নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। যেখানে মূলত বিভিন্ন ধরনের ভ্লগিং করতেই দেখা যায় তাঁকে। বিভিন্ন জায়গায় তাঁর পছন্দের জিনিস পছন্দের খাবার সব কিছুই তুলে ধরেন তাঁর ভিডিওর মাধ্যমে ( Tiyasa Krishnakali )। তবে এত দিন তো শুটিং বন্ধ ছিল তাই ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে সমস্যা হয়নি। এবার একসাথে দু’দিক সামলাতে পারবেন কি তিয়াসা? এক সংবাদমাধ্যম থেকে এমন প্রশ্ন করা হলে তিনি হেসে উত্তর দেন, ‘পারব না কেন? আমার তো কাজ করতে ভালো লাগে। চ্যানেলটাকে নিজের মতো করে সাজাচ্ছি। খুব তাড়াতাড়ি মনিটাইজেশনও শুরু হয়ে যাবে।’

img 20220626 114252

এই তো ছিল অভিনেত্রীর কাজের কথা। শুধু অভিনয় নই বিগত কয়েক মাস ধরে তিয়াসের ( Tiyasa Lepcha ) ব্যক্তিজীবনেও বয়ে গিয়েছে এক বিশাল ঝড়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। এর সাথে চলেছে একে অপরের পাল্টা অভিযোগের পালা। এরপর ওই সংবাদমাধ্যম থেকে যখন তাঁকে প্রশ্ন করা হয় আবার কি নতুন করে প্রেম আসবে তিয়াসার জীবনে? খানিক ভেবে অভিনেত্রী উত্তর দিলেন, ‘এখন আমার প্রেম নিয়ে ভাবার সময় নেই। আমি খুব আনন্দে আছি। একা থাকাটাই অভ্যাস হয়ে গিয়েছে। জানি না আর কারও সঙ্গে থাকতে পারব কি না।’

img 20220626 114137

অভিনেতা সুবানের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিয়াসা ( Tiyasa Krishnakali )। একে অপরকে ভালবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে তাঁদের দূরত্ব। আবশেষে শেষ হয় তাঁদের সম্পর্ক। অভিনেত্রী জানান, আপাতত নিজেকে একটু নিজের মতো করে গুছিয়ে নিতে চান তিনি। তাঁর কথায়, ‘নতুন কোনও সম্পর্কে জড়ানোর মতো আত্মবিশ্বাস নেই। আবার যদি এ রকম হয়? কিছু খারাপ হয়? এখন অহরহ বিচ্ছেদ ঘটছে। কিন্তু কোনও দিন একজন মেয়ে বিচ্ছেদ চায় না। বিচ্ছেদের আগে সংসার বাঁচানোর শেষ চেষ্টাটা করে নেয়। তাই এই বিচ্ছেদটা আমার কাছে একটা বড় ধাক্কা।’




Leave a Reply

Back to top button