আবির এবার বলিউডে! মুক্তি পেল টিজার, উল্লসিত বাঙালি

প্রত্যুষা সরকার, কলকাতা: এবার ভূস্বর্গে জঙ্গি হানা সামলাতে সোজা ময়দানে আবির চট্টোপাধ্যায় ( Abir Chatterjee )। ব্যোমকেশ, ফেলুদার চরিত্রে গোয়েন্দাগিরি সেরে এবার তাঁর গন্তব্য বাংলার বাইরের রহস্য সবাধানে। আসতে চলেছে আবির চট্টোপাধ্যায়ের ‘অবরোধ ২’ ( avrodhs2 )। এই ছবির মাধ্যমেই টলিউড থেকে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেতা। তাও আবার একেবারে এক সেনা আধিকারিকের ভূমিকায়।

‘অবরোধ ২’ দিয়েই শুরু হল তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ। সিরিজের প্রথম ঝলক মুক্তি পেতেই উন্মাদনার পারদ একেবারে শীর্ষে আবির-অনুরাগীদের। যদিও এর আগে বেশ কয়েক বার আবির চট্টোপাধ্যায়ের ( Abir Chatterjee ) বলিউড এর পা রাখার কথা শোনা গেছে। তবে এবার সেই কথাই সত্যি হল।

img 20220518 195639

২০২১ সালেই শুরু হয়েছিল এই সিরিজের শুটিং। খবর জানা জানি হয় কারণ সেইবার প্রথম দুর্গা পুজোয় কলকাতা ছেড়ে বাইরে ছিলেন অভিনেতাকে। বলিউডে তাঁর ডেবিউ নিয়ে নানা কিথা উঠলেও সেইসময়ে হিন্দি সিরিজে ডেবিউ নিয়ে মুখে একেবারে কুলুপ এঁটেছিলেন অভিনেতা ( Abir Chatterjee )। এই নিয়ে একটা কথাও বলেননি অভিনেতা। কিন্তু এদিন সোমবার সিরিজের টিজার শেয়ার করে অভিনেতা নিজেই সবার সঙ্গে ভাগ করে নেন সেই সুখবর।

img 20220518 195601

টিজার মুক্তির প্রথম দৃশ্য দেখেই মিলল গল্পের ঈঙ্গিত। কীরকম হতে চলেছে এই সিরিজে? ‘কাশ্মীর ফাইলস’ এর পর আবার কাশ্মীর নিয়ে ছবি বলিউডে। বড়সড় জঙ্গি হামলার শিকার ভূস্বর্গ কাশ্মীর। যার ছক কষেছে প্রতিবেশী দেশ। গোপনে সেই খবর পেয়েই ভারতীয় সেনাজওয়ানরা প্রস্তুত হতে থাকে সেই হামলা ঠেকানোর ( Abir Chatterjee )। তবে নাশকতার বড়সড় অঙ্ক মেলানোর কাজটা মোটেই সহজ ছিল না। এরপর ওপরমহল থেকে নির্দেশ যায় আবিরের কাছে। সেনা আধিকারিকের দায়িত্ব পালনে দেশমাতৃকার সুরক্ষার্থে ময়দানে নেমে পড়েন তিনি। টিজারে বন্দুকধারী আবির চট্টোপাধ্যায়কে অ্যাকশন সিকোয়েন্সেও দেখা যায়। এরপরের কি হবে? সেটা জানতে চোখ রাখতে হবে ওটিটি প্ল্যাটফর্ম সোনি লাইভের পর্দায়।

আবির চট্টোপাধ্যায় ছাড়াও সিরিজে দেখা যাবে বলিউডের ডাকসাইটে অভিনেতা নীরজ কবি, অহানা কুমরাকে ( Abir Chatterjee )। এছাড়াও রয়েছেন অনন্ত মহাদেবন, মোহন আগাসে, রাজেশ খট্টর, সঞ্জয় সূরী, বিজয় কৃষ্ণণরাও। টিজার শেয়ার করে আবির লিখেছেন, “এক নতুন যাত্রার শুরু হচ্ছে। খুব শিগগিরিই অপেক্ষার অবসান ঘটবে। ‘অবরোধ ২’র টিজার প্রকাশ্যে এসেছে।”

আরও পড়ুন – বৃষ্টি আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে স্বতীতে বঙ্গবাসী

আরও পড়ুন – পল্লবী মৃত্যু মামলায় মুখ খুললেন তার পরিচারিকা, মুখোশ খুলতেই গ্রেফতার হলেন সাগ্নিক




Leave a Reply

Back to top button