বুড়ো হাড়ের জোর! বয়সের চিন্তা না করেই ‘Chaka Chak’ গানে নাচ করলেন লালকুঠির বিন্দু মাসি

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সাধারণত এই বিনোদনের এই বিশেষ অংশকে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহের অন্ত নেই। আর এই উৎসাহকে আরও দীর্ঘায়িত করেছে বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত একের পর এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial)। প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন চমকে দরুন রীতিমতো জমজমাট হয়ে উঠছে আপামোর বাঙালি দর্শকদের ড্রইংরুম। আর সম্প্রতি এই রকমই এই রকমেরই এক মন মাতানো চমক নিয়ে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে জি বাংলা (Zee Bangla) সম্প্রচারিত ধারাবাহিক ‘লালকুঠি’ (Lalkuthi)।
কিন্তু কি সেই চমক? সম্প্রতি নেট দুনিয়াতে এই জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’-র নতুন প্রোমো দেখতে পাওয়া গিয়েছে। যার মধ্যে, এই ধারাবাহিকের আশি বছরের ঠাম্মি অর্থাৎ অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha) বলিউডের এক জনপ্রিয় সিনেমার গান ‘চকা চক’ (Chaka chak) গানে কোমর দোলাচ্ছেন। যা দেখার পর রীতিমতো হতবাক হয়েছেন দর্শক মহল। এমনকি ভিন্ন ভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে থাকে রিল জগতের বিন্দু মাসি ওরফে টলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীকে কেন্দ্র করে।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা টলিউডের অন্য সকল জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় এক অন্যতম নাম হিসেবে পরিচিত। তার অসাধারণ অভিনয়ের কৌশলের দরুন দর্শক মহলে বিশেষ ভাবে পছন্দের এই অভিনেত্রী। একটা সময় এই বর্ষীয়ান অভিনেত্রী বড় পর্দায় চুটিয়ে কাজ করেছে। করেছেন বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়। কিন্তু এই অভিনেত্রী সবচেয়ে বেশি প্রসংশিত হয়েছেন তার খল চরিত্রে অভিনয়ের দরুন। যার মধ্যে এক এবং অন্যতম চরিত্র হল ‘বিন্দু মাসি’।
কিন্তু এত সফলতার পরেও ধীরে ধীরে বড় পর্দা থেকে অবলুপ্তির পথে এগিয়ে যেতে থাকে টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। তবে বড় পর্দা থেকে সাময়িক বিরতি নিলেও অভিনেত্রী এই মুহূর্তে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন টেলিভিশনের ছোট পর্দা। যার এক ছোট্ট নিদর্শন পাওয়া গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লালকুঠিতে। আর এই ধারাবাহিকেই সম্প্রতি দেখা গিয়েছে গল্পের মুখ্য চরিত্র অনামিকা-র মেহেন্দি পর্বের অনুষ্ঠান চলেছে। গোটা পরিবার মগ্ন রয়েছেন সেই অনুষ্ঠানে। আর এর মধ্যেই নতুন চমক দিয়ে দর্শকদের রীতিমতো অবাক করলেন বর্ষীয়ান অভিনেত্রী। নেট দুনিয়াতে ইতিমধ্যেই সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সমালোচকদের মতে, এই বয়সে অভিনেত্রীর এই নাচ নিঃসন্দহে দর্শকদের নজর কেড়েছে তা বলাই যায়।