বাংলা সিরিয়ালের ‘একঘেয়ে’ গল্প কতটা গ্রহণযোগ্য? সপাট বক্তব্য রাখলেন অভিনেত্রী অনুরাধা রায়
বাংলা ধারাবাহিকের গল্পগুলি কতটা যুক্তিযুক্ত? নিজ মন্তব্য জানালেন অনুরাধা রায়

পূর্বাশা, হুগলি: একসময়ের বাংলা সিনেমার দাপুটে
অভিনেত্রী ছিলেন অভিনেত্রী অনুরাধা রায়। একের
পর এক সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করে গিয়েছেন তিনি। এর পাশাপাশি, টেলিফিল্ম ও টেলিভিশনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে টেলিফিল্মের চল কমেছে। জনপ্রিয়তা বেড়েছে ধারাবাহিকের। একাধিক চ্যানেলে রোজ সম্প্রচারিত হচ্ছে বাংলা সিরিয়াল। কিন্তু কতটা যুক্তিপূর্ণ সিরিয়ালের গল্পগুলি? জবাব দিলেন অভিনেত্রী অনুরাধা রায়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাধা রায় বলেন,
তিনি নিজে ব্যক্তিগতভাবে বাংলা সিরিয়াল দেখেন
না। তবে, তাঁর মতে বাংলা সিরিয়ালের একঘেয়ে গল্পগুলি বেশিরভাগ মানুষই দেখতে ভালোবাসেন।
তবে বেশ কিছু রুচিশীল মানুষ সিরিয়াল এড়িয়ে চলেন বলেও মনে করেন তিনি। সাক্ষাৎকারে অনুরাধা রায় বলেন, রবীন্দ্রনাথের নাটকের এখন আধুনিকরণ প্রয়োজন।তার গুরুত্ব স্বীকার করেছেন
অভিনেত্রী।
একসময় চুটিয়ে থিয়েটার করেছেন অভিনেত্রী অনুরাধা রায়। অভিনয়ের পাশাপাশি আরও নানা কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইতিমধ্যে ওয়েব প্ল্যাটফর্মেও ডেবিউ করেছেন অভিনেত্রী। ‘হইচই’ প্লাটফর্মের ‘গোরা’ সিরিজে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।