অভিনয় করার বিন্দুমাত্র ইচ্ছে ছিলনা চুমকি চৌধুরির! তবুও কিসের টানে এসেছিলেন টলি ইন্ডাস্ট্রিতে?
বাবার নির্দেশেই অভিনয় জগতে আসা! ইচ্ছে ছিল কি? জানিয়েছেন চুমকি চৌধুরি

পূর্বাশা, হুগলি: বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ চুমকি চৌধুরি। একসময় পরপর হিট ছবির নায়িকা ছিলেন তিনি। শুধু তাই নয় অভিষেক চট্টোপাধ্যায় থেকে প্রসেনজিত চট্টোপাধ্যায় জুটি বেঁধেছেন সবার সাথেই। কিন্তু অভিনয় নিয়ে কতটা স্বপ্ন ছিল চুমকির? আদৌ কি চেয়েছিলেন তিনি অভিনেত্রী হতে? একান্ত সাক্ষাৎকারে জানান তিনি।
পুরোদস্তুর অভিনয় পরিবারে জন্ম নিয়েছিলেন অভিনেত্রী চুমকি চৌধুরি। তিনি বিখ্যাত পরিচালক
অঞ্জন চৌধুরির মেয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ে
তেমন আগ্রহ ছিলনা চুমকির। চেয়েছিলেন স্বামীর ছত্রছায়ায় থাকতে। বলা যায়, সুখী গৃহবধূ হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু তা আর হল কই? বাবা তাঁর ছবির নায়িকা বানালেন মেয়েকে। পরপর বাবার ছবিতে অভিনয় করে চলেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নজর কাড়ে অন্য পরিচালকদের।
কিন্তু একবার মাত্র অন্য পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন চুমকি। সে সময় তাঁর বাবা বারবার ফোন করে মেয়ের খোঁজ নিচ্ছিলেন। এমনকি তাঁর বাবাকে এও শুনতে হয়েছিল যে, “তোমার মেয়েকে কেউ নেবে না”। বড় পর্দা থেকে বর্তমানে অনেক দূরে চুমকি চৌধুরি। তবে বেশ কিছুদিন আগে এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে।