নতুন রূপে হাজির হলেন ‘রাঙা বউয়ের’ নায়ক! সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন দর্শকদের
চমকে দিলেন 'রাঙা বউয়ের' নায়ক! নতুন ভূমিকায় আসছেন তিনি...

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’। দিন দিন জনপ্রিয়তার শীর্ষে পৌছচ্ছে এই ধারাবাহিক। ‘রাঙা বউ’ ধারাবাহিকের নায়িকা শ্রুতি দাস ও নায়ক গৌরব রায় চৌধুরির জুটি বেশ মন কেড়েছে দর্শকদের। আর এবার ধারাবাহিকের পর্দা ছেড়ে নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন গৌরব। যেখানে দেখা যাচ্ছে, এবার পরিচালনার দায়ভার নিয়েছেন তিনি। একটি বিজ্ঞাপনের পরিচালনা করছেন ‘রাঙা বউয়ের’ নায়ক। সেই বিজ্ঞাপনের পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন গৌরব। অভিনেতাকে নতুন ভূমিকায় দেখে খুশি অনুরাগী মহল।
পরবর্তীতে অভিনেতা গৌরব এক সংবাদমাধ্যমকে বলেন, অভিনয়ের পাশাপাশি ভিডিয়ো সম্পাদনা,
এডিটিং-সহ নানা ধরণের কাজ করতেন গৌরব। পরিচালনার দায়িত্বভারও পালন করেছেন। তবে সম্প্রতি ‘ওয়াইজ ডাক’-এর এই বিজ্ঞাপনের কাজে পরিচালনা থেকে প্রচার যাবতীয় দায়ভার পালন করলেন গৌরব। তাঁর এই কাজে খুশি বিজ্ঞাপন কর্তৃপক্ষ।