ক্যান্সারকে হারিয়ে দাদাগিরি’র মঞ্চে ঐন্দ্রিলা! সৌরভকে জড়িয়ে ধরেই চলল জোড়কদমে নাচ

মন্টি শীল, কলকাতা : বাংলা তথা বাঙালি দর্শকদের বিনোদনের এক এবং অন্যতম অংশ হিসেবে পরিচিত টেলিভিশন অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ (Dadagiri Unlimited Season 9)। শো-এর মূল বিশেষত্ব হল সঞ্চালক সৌরভ গাঙ্গুলী (Sourav ganguly)-র অসাধারণ সঞ্চালনা। আর তার সঙ্গে সঙ্গে প্রতিটা এপিসোডের নিত্য নতুন চমক, আর একাধিক শিক্ষামূলক বিষয়ের দরুন বাংলার টেলিভিশন দর্শকদের কাছে এই শো অত্যন্ত জনপ্রিয়। এক কথায় বলতে গেলে, সপ্তাহের শেষে বিনোদনের এক পরিপূর্ণ প্যাকেজ নিয়ে দর্শকদের সামনে হাজির হয় এই শো।
তবে কিছু দিন যাবত এই শো-কে ঘিরে এক বিষন্নতা ধরা পড়েছে দর্শকদের মধ্যে। এর কারণ হল, ক্রমশ অন্তিম লগ্নের দিকে এগিয়ে চলেছে দাদাগিরি আনলিমিটেডের নবম পর্ব (Dadagiri unlimited season 9)। দর্শকদের মতে শো শেষ হলে এক দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে তাদের। কিন্তু, শো-তো এখনও পর্যন্ত শেষ হয়নি। আর এই অন্তিম লগ্নে টেলিভিশনের পর্দায় এক দুর্দান্ত চমকপ্রদ এপিসোড নিয়ে হাজির হল দাদাগিরি। দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ‘দাদাগিরি’ করতে দেখা যাবে সদ্য ক্যানসার জয়ী টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-কে।
আরও পড়ুন ….একের পর এক আত্মহত্যা! কাজের অভাবেই কি আত্মঘাতী সঙ্গীত শিল্পী আতিফ নিলয়?
আরও পড়ুন ….ফের বাবা হতে চলেছেন Hrithik Roshan! হাঁটুর বয়সী প্রেমিকার বেবি বাম্প দেখে শোরগোল নেটপাড়ায়
ইতিমধ্যেই এই বিশেষ এপিসোডের প্রোমো টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে। তবে ঠিক কবে এই এপিসোড সম্প্রচারিত হবে সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে। তবে খুব সম্ভবত আজ অর্থাৎ ২৮ শে মে, শনিবার শো এর নির্ধারিত সময়ে টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই বিশেষ এপিসোড। যদিও এই শো-এর কিছু বিশেষ মুহূর্তে ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। সেখানে দেখা গিয়েছে, শো-এর সঞ্চালক সৌরভ গাঙ্গুলী-কে জড়িয়ে ধরে নাচ করছেন এই টলিউড অভিনেত্রী।
View this post on Instagram
আরও পড়ুন ….বয়স বাড়লেও কমেনি দাদার রূপের ঝলক! সর্ব সম্মুখে নিজেই ফাঁস করলেন সৌন্দর্য্যের কারণ
সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্ট হওয়া মাত্রই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ার বাসিন্দারা একেবারে উদগ্রীব হয়ে রয়েছেন এই শো-এর বিশেষ পর্বটি দেখার জন্য। কিছু দিন আগে অভিনেত্রী ঐন্দ্রিলা খবরের শিরোনামে ছিলেন। এর কারণ হল টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তিনি একবার নয় দু-দুবার পরাস্ত করে জয়লাভ করেছেন ওই দুরারোগ্য ব্যাধি থেকে। তার এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ঐন্দ্রিলা র অনুরাগীদের মাঝে। তবে তার এই দাদাগিরির বিশেষ চমক দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর অনুরাগী থেকে গোটা টেলিভিশন জগৎ।