এই বছরের দুর্গাপুজো তাঁর জন্য ভীষণ স্পেশাল! কী প্ল্যান অভিনেত্রী কোয়েল মল্লিকের?
এ বছরের দুর্গাপুজোর প্ল্যান জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

পূর্বাশা, হুগলি: আকাশে বাতাসে পুজোর মরশুম।
আর কিছুদিন পরেই শুরু দূর্গোৎসব। ইতোমধ্যে পুজো প্ল্যান রেডি সবার। প্ল্যান রেডি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকেরও। এবারের পুজো তাঁর জন্য ভীষণ স্পেশাল। নিউজ 18 বাংলার সাক্ষাৎকারে নিজের পুজো প্ল্যান ফাঁস করলেন অভিনেত্রী।
এ বছরের মহালয়ায় দেবী দূর্গা রূপে স্টার জলসার
পর্দায় আসছেন কোয়েল। জলসার মহিষাসুরমর্দিনী
তে দেখা যাবে তাঁকে। আবার পুজোতে আসছে তাঁর
ছবি ‘জঙ্গলে মিতিনমাসি’। পুজোর প্রেক্ষাগৃহে মিতিনমাসির চরিত্রে ফিরছেন তিনি। তবে কাজ পাশে রেখে পুজোর চারদিন পরিবারের সঙ্গে আনন্দে মাতবেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে কোয়েল জানিয়েছেন, প্রত্যেকবারের মতো এবারেও তিনি থাকছেন মল্লিকবাড়ির পুজোয়। পুজোর দিন গুলোয় পরিবার ও ছেলে কবিরের সঙ্গে কাটাবেন তিনি। প্যান্ডেল হপিং নয় বরং ঘরোয়া আড্ডাতেই স্বাচ্ছন্দ্য কোয়েলের। এমনটাই জানিয়েছেন ‘মিতিন মাসি’ কোয়েল।