টলিউডের ‘বার্বি’ ম্যাজিক! ট্রেন্ডে গা ভাসালেন দুই টলি ক্যুইন
টলিপাড়ার বার্বি ম্যাজিকে গা ভাসালেন অভিনেত্রী মিমি ও শ্রাবন্তী

গত ২১ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে হলিউড মুভি ‘বার্বি’ (Barbie)। তারপর থেকেই টলি, বলি, হলি সর্বত্রই এখন ‘বার্বি (Baibie)’ট্রেন্ড রমরমা। এই গোলাপি বিপ্লবে অংশ নিচ্ছেন একের পর এক তারকা। তাঁদের নজরকাড়া লুক দেখে দিশেহারা দর্শক। সদ্য কদিন আগেই বার্বি লুকে ধরাদিয়েছিলেন টলি অভিনেত্রী ঋতাভরী(Ritabhari Chakraborty)। তাঁর বোল্ড লুক নিমেষে ভাইরাল ইনস্টাগ্রামে। আর এবার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) ‘পিঙ্ক’ ঢেউয়ের অংশীদার হলেন।
সম্প্রতি অভিনেত্রী মিমি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে গোলাপি শাড়ি ও স্লিভলেস টপে রীতিমতো নজর কেড়েছেন তিনি। অভিনেত্রীর হাতে আলতার ছাপ ও চিরপরিচিত ট্যাটু স্পষ্ট। কানে গোল্ডেন ইয়ারিং
ও হালকা শেডের মেক আপে আরও মনকাড়া তিনি। এর সঙ্গে তাঁর রূপের দোসর একমুখ হাসি। অন্যদিকে ‘বার্বি’ বেশে নজর কেড়েছেন অভিনেত্রী শ্রাবন্তীও। তিনদিন আগে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হয়েছে ‘পিঙ্ক’ ড্রেসের ফটোশ্যুট। নানান পোজে ছবি তুলে দর্শকদের চোখে ‘বার্বি ডল’হয়ে উঠেছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে ‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহাও। গোলাপি শর্টস কোঅর্ড ড্রেসে সোশ্যালে আগুন ঝরান অভিনেত্রী। এছাড়া অভিনেত্রী দেবচন্দ্রিমা রায় ও এনা সাহাও বার্বি লুকে ধরা দেন। দেবচন্দ্রিমার গোলাপি টিশার্ট ও এনার শর্ট ড্রেস পেয়েছে ‘কিউট’ ডাকনাম। কফি মাগ হাতে উদাসী এনা একগুচ্ছ ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। আবার নিজের বাথটব থেকেই পিঙ্ক লহমায় ছবি পোস্ট করেন অভিনেত্রী দেবচন্দ্রিমা। ওঁনারা ছাড়াও নিজের জন্মদিনে ‘বার্বি’ সেজে কেক হাতে নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেন ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী লাহা রায়। এবারের তাঁর বার্থডে থিম ছিল বার্বি।