ব্যস্ত বিমানবন্দরে হঠাৎ অন্য মেজাজ! টাপা টিনি গানে দুর্দান্ত নাচলেন মনামী, ভাইরাল ভিডিও

প্রত্যুষা সরকার, কলকাতা: আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বহু প্রতিক্ষিত ছবি ‘বেলাশুরু‘। বেশ কয়েক দিন আগে মুক্তি পেয়েছিল এই ছবির একটি গান। যার নাম ‘টাপা টিনি’ (Tapa Tini Song)। মুক্তি পাওয়ার পর থেকেই এখনও ব্যাপকভাবে ভাইরাল এই গানটি। নেট দুনিয়ায় গান নিয়ে চলছে ব্যাপক মাতামাতি। আর এবার কলকাতা বিমানবন্দরে পৌঁছল ‘টাপা টিনি’! হ্যাঁ, সম্প্রতি এমনটাই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে যায় হোক না কেন তৎক্ষনাৎ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেই মত এবার ভাইরাল হয়েছে ‘বেলাশুরু’র ‘টাপা টিনি’ (Tapa Tini Song)। মুক্তি পাওয়ার সাথে সাথেই গানটিকে আপন করেনেন সকলে। গান নিয়ে একের পর এক রিল তৈরিতে ব্যস্ত নেটিজেনরা। একইসাথে টলি ইন্ডাস্ট্রির তারকাদের কথা না বললেই নয়। এসবের মধ্যে এদিন কলকাতা বিমানবন্দরে ‘টাপা টিনি’ গানে নাচলেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তাঁর সাথে পা মেলালেন বিমান সেবিকারাও।

img 20220519 140725

এবার বলি এই গল্পের বিস্তারিত। দিনের প্রায় প্রতিটা সময় ব্যস্ত থেকে কলকাতা বিমানবন্দর
আর এই ব্যস্ততার মধ্যে হঠাৎ বেজে উঠলো ‘টাপা টিনি’ গানটি। এরপর একে একে, গানের সঙ্গে পা মেলালেন স্পাইসজেটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা, লাল পোশাক পরে কিছু সেবিকা। তাঁদের নাচ দেখে বঝাই যাচ্ছে কিভাবে মনযোগ দিয়ে গান টাকে আয়ত্ত করেছেন তাঁরা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী (Monami Ghosh) ঋতুপর্ণা, মনামী, অপরাজিতা এবং ইন্দ্রানী দত্ত যেমন ‘বেলাশুরু’-তে এই গানে নেচেছিলেন। ঠিক সেভাবেই ‘টাপা টিনি’ সুরে নাচলেন একদল ফ্লাইট অ্যাটেনডেন্ট। আর তাদের সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী মনামী ঘোষও! পুরো বিষয়টি দেখে অবাক বিমানবন্দরের যাত্রীরা।

img 20220519 140824
‘বেলা শুরু’-র সঙ্গীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অনুপম রায়। ‘টাপা টিনি’ (Tapa Tini Song) গানটির কথা ও সুর দিয়েছেন অনিন্দ্যর। ইমন চক্রবর্তী, অনন্যা (খ্যাঁদা) ভট্টাচার্য, উপালি চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান এখন একেবারে হিট। সঙ্গীত আয়োজনে রয়েছেন প্রবুদ্ধ চট্টোপাধ্যায় ও উপালি চট্টোপাধ্যায়। মেঠো সুরের ‘টাপা টিনি’-তে যেমন ব্যবহার করা হয়েছে গিটার, উকুলেলে, বাঁশি, সেরকম রয়েছে ধামসা, মাদল, কাহন, ঘুঙুরের মতো বাদ্যযন্ত্র।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

মনামী (Monami Ghosh) এই নাচের ভিডিও টি নিজেইএই নাচের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। প্রসঙ্গত, ‘বেলা শুরু’, এক চিরন্তন প্রেমের গল্প। ২০১৫ সালে ‘বেলাশেষে’এবং ২০২২ সালের ‘বেলাশুরু’র মাঝে কেটে গেছে ৬ বছর। এই সাত বছরে বাংলা সিনেমার ধরন অনেকটাই বদলে গেছে।

আরও পড়ুন – নেই পল্লবী, থাকছে না চরিত্রও! অভিনেত্রীর মৃত্যুশোকে নতুন ভাবনা নিয়ে ‘মন মানে না’

আরও পড়ুন – ‘সোশ্যাল মিডিয়ার কোনো ট্রোলিং-এ কান দিই না’, সোশ্যাল মিডিয়ার কটূক্তি নিয়ে মন্তব্য স্বস্তিকা-র




Leave a Reply

Back to top button