পুরানো স্মৃতিতে ভাসলেন রচনা! Didi No 1-এর মঞ্চেই কাঁদলেন হাউ হাউ করে, সান্তনা দিলেন প্রসেনজিৎ

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগৎ এবং সমগ্র নেট দুনিয়া জুড়ে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটেছে। আর সেটা হল টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-এর আসন্ন সিনেমা ‘আয় খুকু আয়’ (Aye Khuku Aye)। যার জেরে রীতিমতো তোলপার গোটা টলিউড (Tollywood)। আর এই সবের মধ্যেই দেখা গিয়েছে, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার এই আসন্ন সিনেমার প্রচারে ভীষণ রকম ভাবে ব্যস্ত। সিনেমাটি বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তরুণ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে।
জানা গিয়েছে, এই সিনেমাটি মূলত একটি বাবা ও মেয়ের গল্প। যা ইতিমধ্যেই সোস্যাল মিডিয়াতে ভীষণ রকম ভাবে সাড়া ফেলেছে। সম্প্রতি এই সিনেমারই প্রচার করতে বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi no 1)-এর এক বিশেষ এপিসোডে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সম্প্রতি বেশ কিছু দিন আগে এই শো এর এক বিশেষ মুহূর্তের ভিডিও নেট দুনিয়াতে ভীষণ রকম ভাবে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী রচনা বন্ধ্যোপাধ্যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর ভুয়োশি প্রশংসা করছেন। যা দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছিলেন দর্শক মহল।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
তবে সম্প্রতি যেই ঘটনাটি এই জনপ্রিয় শো এর মঞ্চে ঘটল, তা দেখার পর রীতিমতো শোকাহত হয়েছেন সমগ্র টেলিভিশন দর্শক থেকে শুরু করে নেট দুনিয়ার বাসিন্দারা। কিন্তু কি এমন ঘটল সেই দিন? জানা গিয়েছে, ওই বিশেষ এপিসোডটি ছিল বাবা ও মেয়ের স্পেশাল এপিসোড। সেখানে অংশগ্রহণ করেছিলেন বাবা এবং তার মেয়েরা। অনুষ্ঠান পর্ব মাঝপথে এক বিশেষ মুহূর্তে শো-এর সঞ্চালক রচনা বন্ধ্যোপাধ্যায়কে তার বাবার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানান অভিনেতা। কিন্তু অভিনেতার এই প্রশ্ন করার পরেই প্রকাশ্য মঞ্চে আবেগঘন হয়ে উঠলেন অভিনেত্রী।
যদিও ক্যামেরার সামনে ভেঙে পড়লেও অভিনেত্রীর নিকট বন্ধু এবং সহকর্মী প্রসেনজিৎ-এর শান্তনায় তিনি আবার কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরে আসেন। অভিনেত্রী বলে বসেন, ‘তার বাবাই তার কাছে সব কিছু ছিল। তার বাবার সঙ্গে কাঁটানো সময়টা তার কাছে আশীর্বাদের মতোন।’ অভিনেত্রী রচনা বন্ধ্যোপাধ্যায়-এর বাবা রবীন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায় গত নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন। জানা গিয়েছিল, কিছু বার্ধক্য জনিত অসুস্থতার দরুন তার প্রয়াণ ঘটে। শোনা যায়, অভিনেত্রী রচনা বন্ধ্যোপাধ্যায়ের জীবনে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তার বাবা। তবে শো-এর এই দিনের বিশেষ মুহূর্তটি স্বাভাবিক ভাবেই বেদনাহত করেছে সকলকেই।