এক সময়ের দক্ষ অভিনেত্রী, সোনালীর হটাৎ হারিয়ে যাওয়ার নেপথ্যের কারণ আজ রহস্য

মন্টি শীল, কলকাতা : বাংলা ধারাবাহিক, অর্থাৎ বাংলা তথা সমগ্র বাঙালি জাতির বিনোদনের এক অন্যতম দুনিয়া। সমগ্র বাংলা টেলিভিশন দর্শকদের কাছে এটি এক জনপ্রিয় মাধ্যম হিসেবে পরিচিত। সাধারণত বিভিন্ন ধারাবাহিক তার বিভিন্ন রকমের গল্পের ঝুলি নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হয়। যাদের মধ্যে এমন কিছু কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো দর্শকদের কাছে স্মৃতি মধুর হয়ে থাকে। আর এই ধারাবাহিকগুলিকে স্মৃতি মধুর করতে সহায়তা করে ধারাবাহিকে অভিনিত বিভিন্ন চরিত্র গুলি।

ভালো অভিনয়ের জন্য বাঙালি দর্শক মহল ধারাবাহিকের চরিত্রগুলি ওরফে প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দর্শক মহল তাদের হৃদয়ের সঙ্গে অটুট বন্ধনে আবদ্ধ করে রাখেন। আর এই জনপ্রিয় বাংলা ধারাবাহিকের তারকাদের মধ্যে এক অন্যতম নাম হল অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonalee chaudhury)। টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর একটা সময় এমন এসেছিল যখন তিনি টেলিভিশনের পর্দায় একের পর এক সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকি বাদ দেননি জনপ্রিয় টেলিভিশন শো এর সঞ্চালনাও। বাংলা টেলিভিশন দর্শকদের কাছে একটা সময় অভিনেত্রী সোনালি চৌধুরী-র নাম ছিল অতিব জনপ্রিয় এবং পরিচিত মুখ।

8c61

কিন্তু হঠাৎ করে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে গেলেন এই টেলি অভিনেত্রী। তাকে শেষ বারের মতো দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘কণে বউ’ ধারাবাহিকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কেন টেলিভিশনের পর্দা থেকে বিরতি নিলেন অভিনেত্রী সোনালি চৌধুরী। জানা গিয়েছে, অভিনেত্রীর বিয়ের পর তার জীবনের বেশিরভাগ সময়টাই দিতে চেয়েছিলেন পরিবারের সদস্যদের, আর তার মধ্যে অভিনেত্রীর স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। যার দরুন বেশির ভাগ সময়টাই তার সঙ্গে কাঁটাতে হত। তাই অভিনেত্রী পেশাগত জীবনের কাজ ধীরে ধীরে কম করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তার মাতৃসত্তা (Motherhood) তাকে টেলিভিশনের জগৎ থেকে আরো দূরে নিয়ে যায়।

8c62

শোনা গিয়েছে, গত বছর মে মাসে এক পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী সোনালি চৌধুরী। শুরু হয় এক নতুন অধ্যায়ের। বর্তমানে তিনি তার পুত্র সন্তান রিয়ানের সঙ্গেই ব্যস্ত। তবে সন্তানের জন্ম গ্রহণ করার কয়েক মাসের মধ্যেই ফের একবার ক্যামেরার সামনে আসতে দেখা যায় এই অভিনেত্রীকে। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত রিয়ালিটি শো এর মাধ্যমে টেলিভিশনের জগতে প্রত্যাবর্তন করেন। অভিনেত্রীর মতে, একটা রিয়ালিটি শো এর মাধ্যমে টেলিভিশন জগতে ফেরাটা তার কাছে চ্যালেঞ্জের। কারণ অভিনেত্রী সন্তান জন্ম দেওয়ার পর বেশ খানিকটা ওজন বেড়ে গিয়েছিল। যার দরুন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কটূক্তি ও শুনতে হয়েছে তাকে। কিন্তু টেলিভিশন দর্শকদের ফের একবার ক্যামেরার সামনে দেখতে পেয়ে বেজায় খুশি তা বলাই যায়।




Leave a Reply

Back to top button