সমালোচকদের মুখের উপর জবাব দিয়ে মাথায় সেরার শিরপা শ্রীলেখার! আন্তর্জাতিক মঞ্চে পেলেন স্বীকৃতি

প্রত্যুষা সরকার, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি এবার বাংলায়। নিন্দুকদের মুখের উপর কড়া উত্তর দিয়ে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেলেন বাংলা টলিউড ( Tollywood ) অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ( new york film festival ) সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি নিজেই দিয়েছেন অভিনেত্রী।

‘ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। রবিবার সকালে সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। পুরস্কার বিজয়ী পোস্টের জন্য ফেসবুকে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একইসাথে যারা অভিনেত্রীকে ভালোবাসেন এবং যারা তাঁকে ঘৃণা করেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান ওই পোস্টের মাধ্যমে।পাশাপাশি এদিনের ফেসবুক পোস্টে স্বর্গীয় মা, বাবাকেও ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা।

img 20220515 211959

পরিচালক আদিত্য বিক্রমের ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি প্রথম থেকেই খবরে রয়েছে। গত বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল ছবিটি। এই ছবির মাধ্যমে আগেই ভিনদেশে পৌঁছে গেছিলেন শ্রীলেখা। আর এবার সেই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি (Sreelekha Mitra)। ছবিটি নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় সুসংবাদটি শেয়ার করেন শ্রীলেখা।

img 20220515 212054

কোনও দিনই অন্যের কটূক্তিতে কান দেননি অভিনেত্রী। এসব কিছুকে পাশে সরিয়ে নিজের জীবন নিজের ইচ্ছে মত করেই কাটাতে পছন্দ করেন তিনি। তাই এই পুরস্কার পেয়ে যে তিনি কতটা খুশি তা আর বলার কিছু নেই। তবে নিজের শহরের ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি জায়গা করে নিতে না পারায় আক্ষেপও করেন তিনি (Sreelekha Mitra)। যদিও আপাতত আনন্দ আর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শ্রীলেখা।

তবে শুধু নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জেতা নয় (Sreelekha Mitra)। এর আগে, শ্রীলেখা পরিচালিত ‘অ্যান্ড দ্য রুফ’ ছবিটি বেঙ্গালুরু কোলাজ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। তবে এই ফিল্ম ফেস্টিভ্যালে শ্রীলেখার ছবি আরও বেশি আলচনার সম্মুখীন হয়েছে। তাই তার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। সেইসাথে অভিনেত্রী এদিন জোর দিয়ে জানিয়েছেন তিনি নিশ্চিত তার এই পুরস্কার জয়ে তার মা-বাবা দুজনেই অত্যন্ত গর্বিত।

আরও পড়ুন – স্বপ্ন হলো সত্যি! সঞ্জয় দত্তের মতো হাভেলি তৈরির স্বপ্ন পূরণ হল সম্রাটের

আরও পড়ুন – চার সন্তানের বাবা হয়েও এখনো ‘বাবা’ ডাক শোনেননি মিঠুন চক্রবর্তী, কিন্তু কেন এই ব্যার্থতা?




Leave a Reply

Back to top button