নীলাভ পশ্চিমী সাজে বেবি বাম্পের সাথে বার্থডে গার্ল অভিনেত্রী শুভশ্রী

৩৩ শে পা রাজ ঘরণী শুভশ্রী, ঘরোয়া সেলিব্রেশন এ মাতলো রাজ পরিবার

কলকাতা: আজ তাঁর জন্মদিন,দ্বিতীয়বার মা হওয়ার আগে, বিশেষ দিন উদযাপন করলেন রাজ-ঘরণী শুভশ্রী। গত কয়েক বছরে অভিনয়ে যেন আরও বেশি শানিত হয়ে উঠছেন তিনি।  ৩৩ বছরের জন্মদিনটা অবশ্য শ্যুটিং ফ্লোরে নয়, বরং বাড়িতেই কাটছে রাজ-ঘরণীর। নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী। প্রেগন্যান্সি কোনও রোগ নয়, বরং মাতৃত্ব দু-হাত খুলে আলিঙ্গন করার জিনিস। এ কথা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন শুভশ্রী। নায়িকার অন্তঃসত্ত্বা হওয়া মানেই ক্যামেরার আড়ালে থাকা নয়, প্রমাণ করে দিয়েছেন শুভশ্রী। নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী। সেই কারণে আপাতত বিশ্রামেই আছেন।

Subhashree Ganguly,Raj Chakraborty,Tollywood,Cinema,movie,Direction,Actress,Director,Birthday,celebration,pregnancy,Babybump

এদিন সকাল থেকে শুভশ্রীর শুভদিনের টলিউড সেলেব থেকে অনুরাগীরা, অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে হবু মা-কে। তবে সবচেয়ে আকর্ষণীয় চমক এসেছে রাজ চক্রবর্তীর তরফে। শুভশ্রীর নানান মুডের ছবি পোস্ট করেছেন রাজ। পুরোনো ছবিতে হট প্যান্টে ধরা দিলেন শুভশ্রী, কখনও আবার বউয়ের গালে আলতো চুুমু খাচ্ছেন রাজ। জন্মদিনে শুভশ্রীর উদ্দেশে তাঁর বার্তা, ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে মাই লাভ’। জবাবে শুভশ্রী লেখেন, ‘আই লাভ ইউ রাজ’। জন্মদিনের ঘরোয়া পার্টিতে আঁটসাট নীল গাউনে ধরা দিলেন শুভশ্রী। ভেলভেট গাউনে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। পার্টি মেকআপে পাওয়া গেল হবু মা-কে। কানে ঝোলা দুল, পায়ে গুচির জুতো, স্মোকি আইস আর গ্লসি লিপসে দেখা মিলল নায়িকার।

তবে অভিনয় না করলেও চিত্রনাট্য পড়া বা পরিচালকদের সঙ্গে কথাবার্তা বলা কিন্তু থেমে নেই। ঘরে বসেই আগামী ছবির পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।  শোনা যাচ্ছে, ‘ইন্দুবালা’র পর ফের দেবালয় ভট্টাচার্যর ছবিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে শুভশ্রীকে। ইউভানের ভাই বা বোনের জন্মের পরই কিছু মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফিরবেন শুভশ্রী। বুধবারই শুভশ্রী ইনস্টাগ্রাম স্টোরিতে পরিচালক দেবালয়ের একটি ছবি পোস্ট করেন, সেখানে হাতে চিত্রনাট্য নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে পরিচালককে। ছবিতে শুভশ্রী লেখেন, ‘কিছু একটা রান্না হচ্ছে, তৈরি হয়ে গেলেই পরিবেশন করব’।




Leave a Reply

Back to top button