প্রেম বিচ্ছেদ থেকে বিতর্ক কিছুই বাঁধা হয়নি কেরিয়ারে, ৪১ এ পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা

বর্তমানে টলিউডের (Tollywood) ছক-ভাঙা অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই যার নাম সবার প্রথমে আসে, তিনি হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay) । টলিউডের চর্চিত মহলে যার নাম সবার আগে উঠে আসে, ১২ ই ডিসেম্বর সেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। চলতি বছরে ৪১-এ পা দিলেন অভিনেত্রী। সময়ের সাথে সাথে নিজেকে নতুন করে আবিষ্কারই করেননি, দর্শকের সামনে বিভিন্ন ছক-ভাঙা রূপে ধরাও দিয়েছেন তিনি। জীবনের উত্থান-পতন, ভাঙা-গড়া কোনোকিছুই কখনো আড়াল করেননি তিনি। বরং প্রতিনিয়ত নিজেকে দর্শকের সামনে মেলে ধরেছেন খোলা বইয়ের (Open Book) মতন করে।

১৯৮০ সালে কলকাতায় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের (Santu Mukhopadhyay) ঘরে জন্ম নেন স্বস্তিকা। একাধিক ইংরেজী মাধ্যমে পড়াশোনা ও উচ্চমাধ্যমিক পাশ, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (Graduation) পাশ করেন অভিনেত্রী। ছোটোপর্দায় প্রথম ধারাবাহিক (Serial)  ‘দেবদাসী’-র মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পদার্পণ। এরপর ২০০২ সালে পরিচালক উর্মি চক্রবর্তীর পরিচালনায় ‘হেমন্তের পাখি’ ছবি দিয়ে বড় পর্দায় ডেবিউ করেন স্বস্তিকা। এরপর আর অভিনয় জীবনে পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ভিন্ন ঘরানার (Genre) ছবিতে সুযোগ পেতে শুরু করেন। জীবনের প্রথম দিকে কেবল বাণিজ্যিক (Commercial) ছবি করলেও,পরবর্তীতে চিত্রনাট্য নিয়ে বেশ সচেতন হয়েছেন অভিনেত্রী। তাই তাঁর অভিনয় জীবনের ঝুলিতে যেমন ‘সাথীহারা’, ‘প্রিয়তমা’, ‘মস্তান’, ‘সংঘর্ষ’-এর মতন বাণিজ্যিক ছবি যেমন আছে, তেমনই আছে ‘আমি ও আমার গার্লফ্রেন্ডস’,’কৃষ্ণকান্তের উইল’, ‘ জাতিস্মর’, ‘ভূতের ভবিষ্যত’-এ, মতন অন্যান্য ধাঁচের ছবিও। নিজের অভিনয় দক্ষতায় পাড়ি দিয়েছেন সুদূর মুম্বাইতেও।

টলিউডের খবর,অভিনেত্রী স্বস্তিকার মুখোপাধ্যায়ের জন্মদিন,টলিউডের অভিনেত্রীর খবর,বাংলা ভাইরাল খবর,অভিনেত্রীদের জীবনের বাংলা খবর,Tollywood News,Actress Swastikar Mukherjee's Birthday,Tollywood Actress News,Bangla Viral News,Bangla News Of Actresses' Life

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’, ‘দিল বেচারা’-র মতন ছবির পাশাপাশি নিজের দক্ষতায় নছর কেড়েছে ‘ব্ল্যাক উইডো’, ‘পাতাললোক’-এর মতন হিন্দী ওয়েবসিরিজেও। করোনা অতিমারির সময় দুঃস্থ, অসহায় মানুষের পাশে একবাক্যে দাঁড়িয়েছেন অভিনেত্রী। এমনকি পশুপ্রেমী অভিনেত্রী নানাভাবে সবসময় এগিয়ে এসেছেন যে কোনো অবলা প্রাণকে বাঁচাতেও। রাজনীতিতে আসতে আমন্ত্রণ পেলেও, মানুষের স্বার্থে কাজ করতে কখনও রাজনীতিতে আসতে হয়নি তাঁকে। অভিনেত্রীর ব্যক্তিগত স্বার্থেই সবসময় মানুষের প্রয়োজনে পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রচার করতে অনভ্যস্ত স্বস্তিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কেবল নিজের কাজ বা মানুষের স্বার্থেই পোস্ট দেখা যায়। তবে মাঝে মধ্যে উঠে আসে অভিনেত্রীর জীবনের একমাত্র সম্বল তাঁর ২১ বছরের মেয়ে অন্বেষার সঙ্গে আবেগগঘন কিছু মুহুর্তের ছবি।

আরও পড়ুনঃ ২১ বছর পর গর্বের দিন, মিস ইউনিভার্স হল ভারতের মেয়ে হারনাজ সান্ধু

১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা। কিন্ত বৈবাহিক জীবন খুব একটা সুখের হয় না তাঁর। বিয়ের দু বছরের মধ্যেই স্বামী প্রমিত সেনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা করে বিবাহ-বিচ্ছেদের আবেদন জানান অভিনেত্রী। সেই মামলা এখনও আইনি দরবারেই। এরপর থেকে আর কখনও বিয়ে করেননি স্বস্তিকা, তবে প্রেমে পড়েছেন বহুবার। পরমব্রত চট্টোপাধ্যায়, জিৎ, দিব্যেন্দু মুখোপাধ্যায়, মীর আফসার আলি, সুমন মুখোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় – একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্ত কখনও আড়াল করেননি কোনোকিছুই। বাবা সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বর্তমানে মা গোপা মুখোপাধ্যায়, বোন




Back to top button