আবার সাত পাকে টেলি অভিনেত্রী তিতাস! বিয়ের খবর ভাসতেই গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত বিনোদন ক্ষেত্রের অন্যতম দুনিয়া টলিউড চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও এই আলোচনার বিভিন্ন রকমের বিষয় রয়েছে যেমন, তারকাদের ব্যক্তিগত জীবনে সম্পর্কের ভাঙা গড়ার কাহিনী বা নতুন সিনেমা মুক্তির খবর অথবা কোনও টলিউড তারকা আকস্মিক প্রয়াণ। তবে কথায় বলে হাজারো দুঃখের মধ্যেও লুকিয়ে থাকে সুখ। তেমনি এক টুকরো সুখের বাতাবরণ অনুভব করতে বিয়ের আমেজে জমে উঠেছে টলি পাড়া।

সম্প্রতি বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmik)। টেলি জগতের এই জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা (Star Jalsha)-র পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কোরা পাখি’ (Kora pakhi) থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই অভিনেত্রীর অভিনয় এতটাই দৃশ্য মধুর ছিল যে, টেলিভিশনের দর্শক মহলে বেশ জনপ্রিয় ছিল এই অভিনেত্রী। খুব কম সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে বেশ কিছু দিন যাবত টেলিভিশনের পর্দা থেকে দূরত্ব তৈরী করেছেন এই অভিনেত্রী।

28c62

আরও পড়ুন ….ক্যালিফোর্নিয়া-র রাস্তায় ‘ও আন্তাভা’! বেহালা বাদককের অবাক করা সুরে মুগ্ধ নেট দুনিয়া
আরও পড়ুন ….মূত্র থেকে তৈরি বিয়ার! সিঙ্গাপুরের আশ্চর্য আবিষ্কারে স্তম্ভিত গোটা বিশ্ব

জানা গিয়েছে, টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক সমদর্শী দত্ত-এর সঙ্গে প্রথম বিবাহ সেরেছিলেন তিতাস। বিগত ২০১৪ সালে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন টলিউডের এই দুই তারকা। মাঝে দাম্পত্য জীবন সুখের হলেও কিছু ব্যক্তিগত কারণে চার বছর পর বিবাহ বিচ্ছেদের পথে অগ্রসর হন তারা। এরপর গত বুধবার দ্বিতীয় বারের জন্য পাত্র স্নেহাশিস দাস (Snehashish Das)-এর সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন টলিউড অভিনেত্রী। যার ছবি ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।

28c63

আরও পড়ুন ….KRK-র বায়োপিক নিয়ে টুইট অভিষেকের, টুইটের অভিনব স্টাইলে হাসির ঝড় নেটপাড়ায়

 

View this post on Instagram

 

A post shared by T’tash (@titas_bhowmik)


ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রী মানানসই লেহঙ্গার সঙ্গে ম্যাচিং গহনার সাজে নিজেকে সজ্জিত করেছেন। তবে বিয়ের পাত্রও কম কিছু নন। তাকেও ছবিতে দেখা গিয়েছে এক অভিনব সাজে। তাদের বিয়ের প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল। জানা গিয়েছে, একেবারে সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সঙ্গে বিবাহ সম্পূর্ণ করেন। তবে শুধু এই অভিনেত্রীই নন, বিয়ের আমেজে মজেছেন টলিউড অভিনেতা ঋতজিৎ। যার ছবিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে, এই তীব্র গরমের দিনে টেলি সেলেবদের এই বিশেষ মুহূর্ত গুলি বেশ দারুণ রকম ভাবে উপভোগ করছেন নেটিজেনরা।




Leave a Reply

Back to top button