Bold Scenes – সাহসী দৃশ্যে না নেই, ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন এই বাঙালি অভিনেত্রীরা

ক্যামেরার সামনে নগ্ন হয়ে অভিনয় আগে কেবল হলিউড ইন্ডাস্ট্রিতেই হত। তবে বর্তমানে ধীরে ধীরে বলিউড ও টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই অভিনেত্রীরা সাহসী দৃশ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গেই অভিনয় করে চলেছেন। বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে পাওলি দাম, ঋ সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতন অভিনেত্রীরা আজকাল নির্দ্বিধায় নিজেদের মেলে সাহসী দৃশ্যে অভিনয় করে থাকেন। টলিউডের যেসব সুন্দরী অভিনেত্রীরা সহজেই নিজেদের ক্যামেরার পর্দায় খোলামেলাভাবে মেলে ধরেছে, তাঁরা হলেন :
১) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)
বাংলা ইন্ডাস্ট্রিতে বিকিনি পরে ক্যামেরার সামনে ধরা দেওয়া প্রথম ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরেই চালু হয়েছিল বলা যেত পারে। ‘তৃষ্ণা’ ছবিতে তার সাহসী লুক দেখে সেই সময়ে অবাক হয়েছিলেন অভিনেতা-অভিনেত্রী থেকে দর্শকমহলও। যদিও ভারী চেহারায় বিকিনি পরা নিয়ে ঘোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে সাহসী দৃশ্যে তার অভিনয়ে প্রশংসার ঝড়ও উঠেছিল।
২) শ্রীলেখা মিত্র (Srilekha Mitra)
পঞাশোর্ধ্ব টলিউড সুন্দরী শ্রীলেখা মিত্র এখন এই বয়সে পৌঁছেও বিন্দুমাত্র কমেনি তার গ্ল্যামার। বরং এখনও সহজেই নিজের রূপে তিনি ঘায়েল করেন নিজের অগণিত ভক্তদের। শ্রীলেখা মিত্র অভিনীত ‘উড়ো চিঠি’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘হ্যালো কলকাতা’, ‘কাঁটাতার’ এর মতো একাধিক ছবিতে সাহসী দৃশ্যে বেশ দক্ষতার সঙ্গেই অভিনয় করে সাফল্য এনেছেন তিনি।
৩) স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)
বয়সের সাথে সাথে আরো বেশি মনোমোহিনী হয়ে উঠেছেন টলিউডের এই সুন্দরী। স্বস্তিকা মুখোপাধ্যায়কে নেটদুনিয়ায় সমালোচনা ক্রমশ বেড়েছে কিন্ত কমেনি। সোশ্যাল মিডিয়ায় তার পোশাক, জীবনযাপন, স্পষ্টবাদীতা নিয়ে প্রচুর সমালোচনা চলতেই থাকে। টলিউডের একঘেয়ে বাণিজ্যিক ছবির বাইরে গিয়ে ভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে সবসময় তুলে ধরেন অভিনেত্রী স্বস্তিকা। বিকিনি ফটোশ্যুটের পাশাপাশি সাহসী দৃশ্যে অভিনয় সবকিছুই অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন এই অভিনেত্রী। মৈনাক ভৌমিকের ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ ছবিতে প্রথমবার বিকিনি পোশাক পড়ে বড়পর্দায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
৪) পাওলি দাম (Paoli Dam)
বলিউড ও টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে সাহসী দৃশ্যে অভিনয় করে বেড়ান অভিনেত্রী পাওলি দাম। তার মতন সাহসী দৃশ্যে অভিনয় করতে পারবে, এমন অভিনেত্রীর জুড়ি মেলা দুই ইন্ডাস্ট্রিতেই বেশ মুশকিল। বলিউডের ‘হেট স্টোরি’ই হোক বা টলিউডের ‘ছত্রাক’ চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে একাধিকবার নগ্ন হতে কোনও রকম দ্বিধায় ভোগেন না এই অভিনেত্রী। সমালোচনার সাথে সাথে দর্শকের থেকে প্রচুর ভালোবাসাও পান পাওলি।
৫) ঋ সেন (Rii Sen)
টলিউডে ‘ফ্রন্টাল ন্যুডি’টিকে কেউ যদি সঠিকভাবে পর্দার সামনে তুলে ধরতে পারে, তাহলে তিনি হলেন অভিনেত্রী ঋ সেন। যৌনতা থেকে শুরু করে যে কোনো সাহসী দৃশ্য সবেতেই পর্দার সামনে সমানভাবে স্বাচ্ছন্দ্যতার সঙ্গে অভিনয় করেন তিনি। ‘কসমিক সেক্স’, ‘গান্ডু’, ‘তাসের দেশ’, ‘বিষ’ ছবিতে ঋ সেনের অভিনয় দর্শকসহ সকলকেই মুগ্ধ করেছে।