সৌন্দর্যই কি ফেলেছিল বিপদে? প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই লাস্যময়ী টলিউড অভিনেত্রীরা

রাখী পোদ্দার, কলকাতা : সম্প্রতি জানা গিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছে প্রাণনাশের হুমকি ( Death Threats) পান বলিউডের ভাইজান। আর সেই তালিকা থেকে বাদ যায়নি বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহরের নামও। তবে শুধুমাত্র বলিউড তারকারাই যে এই সমস্যার সম্মুখীন হয়েছেন তা নয়। অনেক টলিউড ( Tollywood) অভিনেত্রীকেও বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে পেতে হয়েছে প্রাণনাশের হুমকি। সোশ্যাল মিডিয়ার এই যুগে দাঁড়িয়ে যেকোনো নামকরা সেলিব্রিটিদের আক্রমণ করা হয়ে উঠেছে খুবই সহজ। নিজেদের মনের ক্ষোভ অনায়াসেই উগ্ৰে ফেলা যায় এই প্ল্যাটফর্মে। তবে আসুন জেনে নেওয়া যাক টলিউডের এই অভিনেত্রীদের কেন পরতে হয়েছিল প্রাণনাশের হুমকির সামনে।

img 20220622 163438শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee)

টলিউডের এক বিতর্কিত নাম হল শ্রাবন্তী। নানা সময়ে নানা ধরনের বিতর্কে প্রায়শই জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। এই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাছেই এসেছে একাধিক মৃত্যুর হুমকি। শুধু মাত্র সোশ্যাল মিডিয়ায় নয় ফোনেও তাঁকে দেওয়া প্রাণনাশের হুমকি। এমনকি তাঁর অশ্লীল ছবি নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্ৰেফতার করা হয় এক বাংলাদেশী যুবককে।

picsart 22 06 22 16 58 47 463স্বস্তিকা মুখোপাধ্যায় ( Swastika Mukherjee)

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরই তাঁকে পরতে হয়েছিল এইরূপ পরিস্থিতিতে। অভিনেতার এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি কেউই। সেই সময় তাঁকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এরপর একটি ওয়েব পোর্টাল তাঁর কথাকে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে প্রকাশ করলে বিরূপ মন্তব্য এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

picsart 22 06 22 16 30 03 785নুসরাত জাহান ( Nusrat Jahan)

অভিনেত্রী উপরন্তু তৃণমূলের এই সংসদকেও বারংবার পরতে হয়েছে প্রাণনাশের হুমকির সামনে। বরাবরই নুসরত সব ধর্মের উৎসব সমান ভাবে উদযাপন করে আসেন। কোনো হিন্দু উৎসবে ভক্তদের শুভেচ্ছা কিংবা কোনো হিন্দু অনুষ্ঠানে অংশ নেওয়া কোনোটা থেকেই নিজেকে বিরত রাখেননি তিনি। তবে তাঁর এই সমস্ত ভালো কাজের জন্য ধর্মের নামে এক শ্রেণীর কট্টরপন্থীরা প্রাণনাশের হুমকি দেন অভিনেত্রীকে।

img 20220622 163524জয়া আহসান ( Jaya Ahsan)

বাংলাদেশী অভিনেত্রী তাঁর ওপর সাহসী ছবি পোস্ট করার জন্য এবং হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ ও ভক্তদের শুভেচ্ছা জানানোর জন্য একাধিকবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। জানা যায়, একবার সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সমালোচনার সম্মুখীন হওয়া এক বাংলাদেশী অভিনেত্রীকে সমর্থন করায়ও তাঁকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি।

img 20220622 163509অরুণিমা ঘোষ ( Arunima Ghosh)

সেলিব্রিটি হলে আপনার একাধিক ভক্ত থাকবে সেটাই স্বাভাবিক। তবে যদি সেই ভক্তই হয়ে ওঠে আপনার মৃত্যুর কারণ তখন কি হবে? খানিকটা এমনই ঘটে অভিনেত্রী অরুণিমা ঘোষের সাথে। অরুণিমা ঘোষের এক পাগল ভক্তই তাঁকে পাঠায় মৃত্যুর হুমকি। ২০২১ সালে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তথাকথিত সেই ভক্তের বিরুদ্ধে অভিনেত্রীকে ধাওয়া করার জন্য এর আগে দুবার মামলাও করা হয়েছিল। কিন্তু শেষ ঘটনায় যখন তিনি অরুণিমাকে হুমকি দিয়েছিলেন তখন আতঙ্কিত অভিনেত্রী নিজেকে আর সামলাতে না পেরে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কাছে অভিযোগ দায়ের করেছিলেন।




Leave a Reply

Back to top button