টলিউডের নায়িকাদের বিয়ের হ্যাকট্রিক
টলিউডের নায়িকাদের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুকল কম নেই। কোন কোন নায়িকা বিয়ের হ্যাকট্রিক করছেন জেনে নিন

টলিউডের নায়িকাদের নিয়ে জনগণের মধ্যে উৎসাহ কম নেই। সিনেমার পর্দায় হোক বা সিনেমার বাইরে তাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে তা জানার জন্য সর্বদাই কৌতূহল থাকে। তাদের সম্পর্কে জড়িয়ে পড়া থেকে ব্রেকআপ সবই থাকে চর্চ্চায়। আজ জেনে নিন টলিউডের কোন কোন নায়িকা তিনবার বিয়ে করে হ্যাকট্রিক করেছেন।
শ্রাবন্তী চ্যাটার্জী : টলিউড অভিনেত্রীদের বিয়ের প্রসঙ্গ উঠলে প্রথমেই যে নামটা উঠে আসে সেটা হল শ্রাবন্তী । একবার বা দুইবার নয়, শ্রাবন্তী চ্যাটার্জীর এপর্যন্ত বিয়ের সংখ্যা তিনটি । তবে একটি সম্পর্কও স্থায়ী হয়নি এখনও পর্যন্ত । প্রথমে খুব ছোট বয়সে রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। পরিচালক রাজীব কুমারের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ শ্রাবন্তীর । তাঁদের একটি ছেলেও রয়েছে ঝিনুক । দীর্ঘ ষোল বছর পর আলাদা হয়ে যান তারা। এরপর কৃষ্ণ ব্রজ নামের এক মডেলের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। কিন্তু সেই বিয়ে করলেও বেশিদিন টেকে নি। তার তৃতীয় স্বামী রোশন সিং। তার সঙ্গে একবছরের মাথায় সম্পর্ক ভেঙ্গে যায়। আপাতত তারা সেপারেশনে আছেন।
রচনা ব্যানার্জী : বাংলার ” দিদি নং 1 ” রচনা ব্যানার্জীরও বিয়ের সংখ্যা একধিক। বাংলা ফিল্মের জগতে অন্যতম জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জী প্রথম জীবনে ওড়িয়া ফিল্ম ইন্ড্রাষ্ট্রির সিদ্ধান্ত মোহান্তির সঙ্গে সম্পর্কে জড়ান। তারা জুটি বেঁধে বহু ওড়িয়া সিনেমা করেছেন। একসময় তারা বিয়েও করেন। কিন্তু সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয় নি। রচনা বাংলায় ফিরে এসে আবার অভিনয় শুরু করেন এবং ব্যবসায়ী প্রবাল বসুকে বিয়ে করেন। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে প্রণীল। কিন্তু বর্তমানে তারা আলাদা থাকেন।
ইন্দ্রাণী হালদার : বাংলা এবং হিন্দি দুই সিনেমা জগতেই ইন্দ্রাণী হালদার কাজ করেছেন। সিরিয়াল এবং সিনেমা দুইই ক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। ইন্দ্রাণী প্রথম জীবনে ১৯৯৩ সালে অমরেন্দ্র ঘোষকে বিয়ে করেন। সেই বিয়ে কিছুদিনের মধ্যেই ভেঙ্গে যায়। এরপরে ইন্দ্রাণী বিয় করেন পাইলট ভাস্করকে । বর্তমানে তাঁর সঙ্গেই রয়োছেন ইন্দ্রাণী ।
স্বস্তিকা মুর্খার্জী : বাংলার অন্যতম লাস্যময়ী অভিনেত্রী হলেন স্বস্তিকা মুর্খাজী । তাঁর আবেদনময়ী ব্যক্তিত্বর জন্য তিনি সবসময়ই চর্চ্চায় থাকেন। স্বস্তিকার প্রথম স্বামী ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিত সেন। তাঁদের একটি কন্যাসন্তানও আছে। কিন্তু তাঁদের বিচ্ছেদের পরে বহু সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। অভিনেতা জিতের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু সেই সম্পর্কও ভেঙ্গে গেলে পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক গুঞ্জন শোনা যায়। বর্তমানে পরিচালক সুমন মুখ্যোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকা সম্পর্কে রয়েছেন বলে জানা যাচ্ছে।
নুসরাত জাহান। : অভিনেত্রী নুরসত জাহানের বিয়ে নিয়ে সরগরম গোটা টলিউড। ২০১৯ সালে মহা ধুমধাম করে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নূরসত। কিন্তু এক বছর না যেতেই সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা করেন অভিনেত্রী। পরবর্তীকালে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে জানা যায়।