দুর্গামূর্তিকে পিছনে রেখে ঈদের শুভেচ্ছা মীরের, নেটজগতে ঝড় তুলেছে ভিডিও

মন্টি শীল, কলকাতা : দূর্গা পূজা হোক বা দিওয়ালি। ঈদ হোক বা ক্রিসমাস সোশ্যাল মিডিয়াতে যেকোনও উৎসবের মরসুমে সর্বক্ষণের জন্য বিতর্কের শিরোনামে আসেন এই জনপ্রিয় টলিউড তারকা। তার বিতর্কি পোস্টের কারণে মাঝে মধ্যেই নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়। বুঝতে পারছেন এখানে কার কথা বলা হচ্ছে, ইনি হলেন টলিউডের একজন বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা তথা রেডিওর সঞ্চালক মীর ওরফে মীর আফসার আলী। এই তারকা বিতর্কে ছেড়ে দিতে চাইলেও , বিতর্ক তার পিছু ছাড়েনা।
সম্প্রতি এই জনপ্রিয় তারকা তার এক বিতর্কিত পোস্টের কারণে নেটিজেনদের কটূক্তির শিকার হয়েছিলেন। কিন্তু কী ছিল ওই পোস্টে? দেখা গিয়েছিল টলিউড তারকা মীর তার এক নিকট বন্ধুর সঙ্গে বসে মনের আনন্দে মদের গ্লাসে চুমুক দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট সামনে আসার পর নেটিজেনদের বক্তব্য, ঈদের পবিত্র মাসে কীভাবে এই অভিনেতা এই কাজ করলেন। এখানেই শেষ নয়, সম্প্রতি রেডিও চ্যানেলের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ভগবান শিব এর অবতারে সেজে রয়েছেন। যদিও এত বিতর্ক কটূক্তির পরেও এই সমস্তকে পাত্তা দেন না এই টলিউড তারকা।
আরও পড়ুন ….অনেক অনুনয়-বিনয়ের পর অবশেষে সিরিয়ালে ফিরছেন অদিতি, ২৫ বছর পরও অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা তুঙ্গে
আরও পড়ুন ….মনুর অন্তিম গল্প ! মুক্তি পেতে চলেছে বরিষ্ঠ অভিনেতার শেষ সিনেমা
কিন্তু তিনি এত বিতর্কের মাঝেও সকল সম্প্রদায়ের জন্য প্রার্থনা করতে ভোলেন না তিনি। প্রতি বছর ঈদের সকল সম্প্রদায়ের মানুষের জন্য প্রার্থনা করেন তিনি যা এই বছরেও বজায় থাকল। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা টলি তারকার ভিডিও তে দেখা যাচ্ছে, তার পরণে সাদা রঙের কুর্তা ও পায়জামা, মাথায় ফেজ টুপি। টলি তারকা একটি দূর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে শুভ অক্ষয় তৃতীয়া এবং পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা ও তার সঙ্গে সঙ্গে সকল সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে সম্প্রতির বার্তা দিলেন। যার পর স্বাভাবিক ভাবেই তার অনুরাগীরা মীরের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন ….ঠিক হয়ে গেল ‘অনুরাগের ছোঁয়া’ বন্ধের দিন? নিজেই জানাল হিরো
টলি তারকা মীরের মতে মানবতাই হল মানুষের শ্রেষ্ঠ ধর্ম। আর এই উক্তিটিকে তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন। যদিও এই টলি তারকার সম্প্রীতি বার্তার মধ্যে সামান্য কিছু রসিকতাও লুকিয়ে ছিল। এইদিন দুপুরবেলা মীর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার মায়ের রাঁধা বিরিয়ানির ছবি পোস্ট করেন। আর রসিকতার সঙ্গে ছবির ক্যাপশনে টলি তারকা লেখেন ‘লোভে পাপ, পাপে বিরিয়ানি। ঈদ মোবারক। আম্মিজানের হেঁসেল থেকে স্পেশাল বিরিয়ানি।’ তবে যাই হোক না কেন, হাজারো বিতর্কের মধ্যে তারকার পবিত্র ঈদে এই পোস্ট দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা।
View this post on Instagram