১) দীর্ঘ দাম্পত্যের শেষে জুটি ভাঙতে চলেছে অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাসের। শীঘ্রই তাঁদের ডিভোর্স হবে বলে জানা যাচ্ছে।
২) টলিপাড়ার পাওয়ার কাপল ছিলেন রণজয়-সোহিনী। বেশ কিছুদিন আগেই সম্পর্কে ফাটল ধরেছে তাঁদের।
৪) টলিউড অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে গায়ক শোভনের সম্পর্ক ভেঙেছে বেশ কিছু দিন হল। এখনও তাঁরা চর্চার লিস্টে।
৩) অভিনেত্রী ঋতাভরী ও মনোবিদ তথাগতকে নিয়ে বিস্তর চর্চা চলত টলিপাড়ায়। কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে এসেছে ‘ব্রেক আপ’ আঁচ।
৫) ‘খড়কুটো’ ধারাবাহিকের সায়ন্ত-প্রিয়াঙ্কার সম্পর্কেও পড়েছেও চিড় ধরেছে। কানাঘুষো খবর, আপাতত আলাদা রয়েছেন তাঁরা।
Follow us on
Back to top button