সিরিয়ালের পর্দায় প্রেম থেকে বাস্তবে বিয়ে! জেনে নিন আপনার প্রিয় তারকাদের গোপন জীবন খুঁটিনাটি

রাখী পোদ্দার, কলকাতা : বিনোদন জগতে যে শুধুমাত্র মানুষ সিরিয়াল কিংবা কোনো রিয়েলিটি শোই দেখতে ভালোবাসে তা কিন্তু নয়। এর বাইরেও মানুষের কৌতূহল থাকে পছন্দের ধারাবাহিকের সেই পছন্দের চরিত্রটির নাড়ি নক্ষত্র সমন্ধে জানার। এই ধরুন যেমন পছন্দের সেই নায়ক নায়িকার জীবনে বর্তমানে কি চলছে? কার সাথেই বা প্রেম করছেন তাঁরা, এই বিষয়ে জানার আগ্রহের যেন কোনো শেষ নেই আমাদের। টেলি পাড়ায় ( Tollywood) এমন বেশকিছু মুখ আছে যাদের কম বেশি সকলেই চেনে। আর তাঁদের মধ্যে এমন কিছু জুটি আছে যারা কিনা একই জায়গায় কাজ করার সূত্রে প্রেমে পরেছে একে অপরের। আজ আমরা এমনই কিছু টেলি পাড়ার রিয়েল লাইফ জুটিদের সম্পর্কে জেনে নেব।

 

picsart 22 06 26 16 44 09 904নীল ভট্টাচার্য ও তৃণা সাহা ( Neel Bhattacharya and Trina Saha)

নীল ভট্টাচার্য ও তৃণা সাহার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল অনেকদিন। প্রথমদিকে একে অপরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিলেও, পরে নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে আনে এই জনপ্রিয় দুই মুখ। ‘খড়কুটো’ খ্যাত তৃণা ও ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল ভট্টাচার্য একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০২১ সালের ৪ই ফেব্রুয়ারি।

 

picsart 22 06 26 16 46 24 422রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী ( Rudrajit Mukherjee and Pramita Chakraborty)

তাঁদের রিয়েল লাইফ রসায়নের কথা কারও অজানা নয়। ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম আলাপ হয় এই তারকা জুটির। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। ইতিমধ্যেই এনগেজমেন্টও সেরে ফেলেছেন দুজনে। যদিও এখনও সামাজিক বিয়েটা বাকি। এর মাঝেই গত হয়েছেন রুদ্রর বাবা। মূলত সেই কারণেই পিছিয়েছে এই জুটির সামাজিক বিবাহ পর্ব।

 

picsart 22 06 26 16 47 39 105মানালি দে ও অভিমন্যু মুখোপাধ্যায় ( Manali-Abhimanyu)

‘নিমকি ফুলকি’ ছবির শুটিংয়ে অভিমন্যুর সঙ্গে প্রেম হয় মানালির। ছবিটি পরিচালনার সাথে সাথে গল্পের চিত্রনাট্যকারও ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়। সেখানেই একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন দুজনে। যদিও অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল প্রেম করছেন মানালি-অভিমন্যু। অবশেষে লকডাউনেই মালাবদল ও সিঁদুরদানে বিয়ে সারলেন দুজনে। আড়ম্বরহীন, কেবলমাত্র কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজন।

 

picsart 22 06 26 16 49 23 994জিতু কমল ও নবনীতা ( Jitu kamal and Nabanita)

২০১৯ এর ৬ মে বিয়ে হয়েছিল অভিনেতা জিতু কমল ও নবনীতার। এক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনও কানে এসেছিল। কিন্তু সেসব গুজবকে পাত্তা না দিয়ে একে অপরের সাথে দিব্যি সংসার করে যাচ্ছে দুজনে।

 

picsart 22 06 26 16 54 57 936মধুবনী ও রাজা ( Madhubani and Raja) 

‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রেখেছিল মধুবনী ও রাজা। তারপরেই প্রেম ও ২০১৬ সালে পরিণয়। সম্প্রতি মধুবনী ও রাজার ঘর আলো করে এসেছে ছোট্টো ফুটফুটে একটা বাচ্চা। বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা রাজা।




Leave a Reply

Back to top button